বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র, এবার একধাক্কায় সরকারি কর্মীদের বেতন বাড়বে ২০ হাজার টাকা!

বাংলা হান্ট ডেস্ক: এবার বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে কেন্দ্র। ২০২০ সালে দেশে করোনার মত ভয়াবহ মারণ ভাইরাসের হামলায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর স্থগিত রাখা হয়েছিল। যদিও, গতবছরই তা বাড়িয়ে ৩১ শতাংশ করে দেওয়া হয়।তবে, এবার তা আরও বাড়ানো হতে পারে। জানা গিয়েছে যে, খুব দ্রুত কেন্দ্রীয় সরকারি কর্মীদের দেওয়া মহার্ঘ ভাতার হার ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হতে পারে। যার ফলে স্বাভাবিকভাবেই একধাক্কায় অনেকটা বেতন বাড়তে চলেছে সরকারি কর্মীদের।

এমনিতেই, জানুয়ারিতে যে ডিএ দেওয়া হয়, সে বিষয়ে শীঘ্রই ঘোষণা করা হবে বলে জল্পনা শুরু হয়েছিল বেশ কয়েকদিন থেকে। তবে, বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। যদিও, সেই ঘোষণা হলে পরিসংখ্যান অনুযায়ী, যে কর্মীদের বেসিক বেতন সর্বোচ্চ, মাসে তাঁদের মোট মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে ১,৭০৭ টাকা। শুধু তাই নয়, এর ফলে মোট বার্ষিক বেতন বৃদ্ধি হবে ২০,৪৮৪ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সপ্তম বেতন কমিশন অনুযায়ী, বেসিক বেতনের উপর ধার্য করে মহার্ঘ ভাতা দেওয়া হয় সরকারি কর্মীদের। এর ফলে, কোনো কর্মীর বেসিক বেতন যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে ৩১ শতাংশ হারে তাঁর অ্যাকাউন্টে মাসিক ডিএ ঢোকে ৫,৫৮০ টাকা। এদিকে, বর্ধিত ডিএ কার্যকর হলে অর্থাৎ ৩৪ শতাংশ হারে সেই কর্মচারীর অ্যাকাউন্টে ঢুকবে ৬,১২০ টাকা। যা প্রভাব ফেলবে বার্ষিক বেতনেও।

আবার, একই হিসেব অনুযায়ী, কোনো কর্মী যদি ন্যূনতম ১৮ হাজার টাকার বেসিক বেতন পান তাহলে সেই কর্মীদের মাসিক মহার্ঘ ভাতা বাড়বে ৭৪০ টাকা করে। যার ফলে বছরে ৮৮৮০ টাকা বেতন বাড়বে সংশ্লিষ্ট কর্মীদের।

MONEY NEWS 1 3

এছাড়াও, সর্বোচ্চ বেসিক স্যালারির উপরে ডিএ-এর গণনা হলে, কারোর বেসিক বেতন যদি ৫৬,৯০০ টাকা হয়, তাহলে ৩১ শতাংশ হারে সেই কর্মীর অ্যাকাউন্টে মাসিক ডিএ ঢোকে ১৭,৬৩৯ টাকা। যদিও, নতুন বর্ধিত ডিএ কার্যকর হলে ৩৪ শতাংশ হারে সেই কর্মচারীর অ্যাকাউন্টে ঢুকবে ১৯,৩৪৬ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর