বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি চিন (China) সফরে গিয়েছিলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (Shehbaz Sharif)। এমতাবস্থায়, শনিবার উভয় দেশ কাশ্মীর সহ দক্ষিণ এশিয়ার সমস্ত অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য যে কোনও একতরফা পদক্ষেপের বিরোধিতা করেছে। পাশাপাশি চিন সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে চিনা নেতৃত্বকে অবহিত করেছেন। এছাড়, উভয় দেশ তাদের সেনাবাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয় নিয়েও আলোচনা করেছে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাক প্রধানমন্ত্রী শরীফের চারদিনের চিন সফর শেষ হয়েছে। মার্চে ফের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম চিন সফর। ওই সফরের সময়ে শরীফ চিনের বিনিয়োগ এবং সাহায্য বাড়ানোর দিকে মনোনিবেশ করেছিলেন। কারণ তাঁর দেশ বর্তমানে গুরুতর আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়ে রয়েছে। এদিকে, এই সফর শেষে একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “উভয় পক্ষই দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব, সমস্ত অমীমাংসিত বিরোধের সমাধানের প্রয়োজনীয়তা এবং যে কোনও একতরফা পদক্ষেপের বিরুদ্ধে তাদের বিরোধিতার ওপর গুরুত্ব আরোপ করে।”
যেখানে বলা হয়েছে, “পাকিস্তান পক্ষ জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির সাম্প্রতিক ঘটনাগুলি সম্পর্কে চিনা পক্ষকে অবহিত করেছে। চিনা পক্ষ পুনর্ব্যক্ত করেছে যে জম্মু ও কাশ্মীর বিরোধ ইতিহাস থেকে উদ্ভূত এবং জাতিসংঘের চার্টার, প্রাসঙ্গিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন এবং দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে ন্যায্য ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত।”
আরও পড়ুন: দিনেদুপুরে রানিগঞ্জে সোনার দোকানে ডাকাত দল, পুলিশের সাথে গুলির লড়াই, তারপরে যা হল….
উল্লেখ্য যে, ভারত এর আগেও চিন ও পাকিস্তানের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যেই চিন প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় মেয়াদের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছে। জবাবে, ভারত ড্রাগনকে LAC-তে উত্তেজনা এবং সহিংস ঘটনার কথা মনে করিয়ে দিয়ে শান্তির পাঠ শিখিয়েছে। ভারত বলেছে যে আমাদের পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক অনুভূতির ভিত্তিতে দুই দেশকে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
আরও পড়ুন: ধেয়ে আসছে বড় সঙ্কট! দেশে বাড়বে বেকারত্ব, চরমে পৌঁছবে মুদ্রাস্ফীতি, সমীক্ষায় জানাল RBI
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রধানমন্ত্রী মোদীর জন্য “এক্স”-এ চিনা বিদেশ মন্ত্রকের পোস্ট করা অভিনন্দন বার্তার প্রতিক্রিয়া জানিয়েছেন। “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানানোর জন্য চিনের বিদেশ মন্ত্রককে ধন্যবাদ। আমরা পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক অনুভূতির ভিত্তিতে ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে যাব।”