বাহ্যিক শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করবে ইসরোর পাঠানো উপগ্রহ

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) ইসরো (ISRO) বর্তমানে নতুন নতুন আবিষ্কারে নিজেদের নিয়োজিত করছে। এই তালিকায় আরও এক কৃতীর কথা যুক্ত হল। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীহরি কোটার রকেট প্রশিক্ষণ কেন্দ্র থেকে পৃথিবীর উপর অবজারভেশ করার জন্য এক স্যাটেলাইট RIST 2BRI1 লঞ্চ করে।

k sivan 5171206 835x547 m

এর সাথে ইসরো আরও ৯ টি বিদেশি স্যাটেলাইটও লঞ্চ করে। চারটি ভিন্ন ভিন্ন দেশের স্যাটেলাইট এগুলো। আমেরিকা (America), ইজরায়েল, ইটালি এবং জাপানের (Japan) রয়েছে এই স্যাটেলাইট গুলো। এই ৯ টি স্যাটেলাইট ছাড়াও ইসরো এখনও অবধি ৩১০ বিদশি স্যাটেলাইট তাঁদের অরবিটে স্থাপন করেছে। এই ৯ টি বিদেশি স্যাটেলাইট মিলিয়ে মোট ৩১৯ টি বিদেশি স্যাটেলাইট হয়ে যাবে।

লঞ্চ হওয়ার প্রায় ১৬ মিনিটের মধ্যে স্যাটেলাইট RIST 2BRI1 কে স্থাপন করা হবে। এবং ১ মিনিট পর ৯ স্যাটেলাইট স্থাপন করা হবে। ভারতীয় অন্তরাক্ষিয় এজেন্সির আধিকারিকরা বলেন, ‘এটা মেঘের মধ্যে থেকেও পরিস্কার ছবি তুলতে সক্ষম’। ইসরোর মতে, এই স্যাটেলাইট কৃষি, বনবিভাগ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হবে। ভারতীয় অন্তরাক্ষিয় অনুসন্ধান সংস্থা জানায়, এই স্যাটেলাইটের ওজন প্রায় ৬২৮ কিলোগ্রাম। ৫৭৫ কিলোমিটার উপরে এক কক্ষে এই স্যাটেলাইট রাখা থাকবে। এবং এর বয়স ৫ বছর।

এর আগে একবার ইসরো পৃথিবী কক্ষে এক স্যাটেলাইট স্থাপন করেছিল। যা পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ছবি তুলে ইসরোয় পাঠিয়েছিল। বিজ্ঞানীরা বলেন এই উপগ্রহ দীর্ঘ সময় ধরে একটি বিন্দুর উপর নজর রাখতে সক্ষম। পৃথিবী ঘটমান ছোট ছোট ঘটনাও ধরা পড়েছে এই উপগ্রহে। এছাড়াও কৃষি, মহাসাগর, মেঘ, খনন ইত্যাদি বিষয়েও খবরাখবর দেবে। এছাড়া এই সব উপগ্রহ সীমান্ত এলাকায় শত্রুর মোকবিলা করতেও সহায়তা করে।


Smita Hari

সম্পর্কিত খবর