ভুতের ভয়ে এবার ভেঙে দেওয়া হল বাহানাগার স্কুল, যেখানে রাখা হয়েছিল করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় মৃতদের দেহ

বাংলা হান্ট ডেস্ক : করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) ভয়াবহ দুর্ঘটনার পর শিরোনামে উঠে এসেছিল অখ্যাত স্কুলটি। অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হয়েছিল বাহানাগা বাজার স্টেশনের পাশের বাহানাগা হাইস্কুলকে (Bahanaga High School)। ছোট শিশুদের কলতানে মুখরিত হওয়ার বদলে ক্লাসরুমগুলো ভরে ভরে ছিল সাদা কাপড় চাপা দেওয়া সারি সারি লাশের স্তূপ। সেই স্কুলটিকেই ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওডিশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তবে মূল শহরের থেকে দুর্ঘটনাস্থল অনেকটা দূরে হওয়ায় পার্শ্ববর্তী এলাকায় মৃতদেহ রাখার ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই বেছে নেওয়া হয় বাহানাগা হাইস্কুলকে। দুর্ঘটনাস্থলের অদূরে এই স্কুল ভবনটিকে অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হয়েছে।

ঘটনার রাত থেকে পরের দু’দিন পর্যন্ত ওই স্কুলেই ডাঁই করে রাখা হয়েছিল মৃতদেহ। দুর্ঘটনার জেরে একাধিক দেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থাতে সেখানে আনা হয়। ফলে স্কুলজুড়ে দেহাংশ ও রক্তের স্রোত বয়ে গিয়েছে। শনিবার সকাল থেকে যাত্রীদের পরিজনরা ওই স্কুলেই ভিড় জমাতে থাকেন। জড়ো হন সাংবাদিক, প্রশাসনিক ও রেল কর্তারাও। ফলে কার্যত গোটা স্কুল চত্বরেই রক্তের দাগ ভরে যায়।

এছাড়া তীব্র গরমে একাধিক দেহে পচন ধরে বেরোতে থাকে তরলও। দু’দিন পর দেহ সরিয়ে ফেললেও স্কুলের অবস্থা সেরকমই রয়ে গিয়েছে। এদিকে স্থানীয়রা ভূতের ভয় পেতেও শুরু করেন। স্কুলের পরিচালন সমিতি থেকে প্রধান শিক্ষিকা, ভবন ভেঙে দেওয়ার আবেদন জমা পড়তে থাকে। ওই স্কুলে পড়ুয়াদের পাঠানো হবে না বলে চাপ সৃষ্টিও করা হয়।

bahanaga 2

পরিস্থিতি সামাল দিতে স্কুল ভবন পরিষ্কারের কাজ শুরু করে স্কুল কর্তৃপক্ষ। তা দেখে স্থানীয়রা ধরনার হুমকি দিয়ে বসেন। এরপর বুধবার থেকে একে একে স্কুল পরিদর্শনে আসেন শিক্ষা দফতরের কর্তাব্যক্তি থেকে জেলাশাসক।

দীর্ঘ আলোচনাতেও চিঁড়ে না ভেজায় বাধ্য হয়ে বাহানাগা হাইস্কুল ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। শুক্রবার সকাল থেকে সেই কাজ শুরু হয়েছে। দাবিপূরণ হওয়ায় খুশি স্থানীয়রা।

ভবন নতুন করে তৈরি করার পাশাপাশি শতাব্দীর ভয়ংকরতম রেল দুর্ঘটনার জেরে প্রচারে আসা বাহানাগা হাইস্কুলকে মডেল স্কুল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন নবীন পট্টনায়েক। ইতিমধ্যে ওডিশার মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এবিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

শিক্ষার্থী এবং অভিভাবকদের মন থেকে নেতিবাচক চিন্তাভাবনা দূর করার জন্য কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘এই দুর্ঘটনার কারণে কোনও শিক্ষার্থী যাতে এই স্কুল ছেড়ে না যায়, সেটা আমরা নিশ্চিত করব। ট্রেন দুর্ঘটনার সময় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এই স্কুল এবং স্থানীয় জনগণের ব্যাপক অবদান রয়েছে। বাহনগাবাসী তাঁদের সাহসের প্রমাণ দিয়েছেন।’

Sudipto

সম্পর্কিত খবর