বাংলাহান্ট ডেস্কঃ নেতাজির সুভাষ চন্দ্র বসুর (Subhas Chandra Bose) ১২৫তম জন্মজয়ন্তীর সূচনায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। নেতাজি সহ বাংলার বিভিন্ন মনীষীদের নামে হবে দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্রীয় সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল স্কুল ও সংস্থাগুলির নাম। নির্বাচনের আগে বাংলার মানুষের মন পেতে বিজেপির সরকারের নয়া কৌশল বলেও মনে করছে অনেকে।
সামনেই বিধানসভা নির্বাচন। বাংলাকে পাখির চোখ করে দেখছে বিজেপি। লক্ষ্য একটাই একুশের নির্বাচনে বাংলার মসনদ দখল। সেইমত কাজ শুরু হয়েছে জোরকদমে। চলছে বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা, প্রতিশ্রুতি দানের কাজ। এরই মধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক করল এক বড় ঘোষণা। নেতাজি সহ বাংলার মনীষীদের নামে করা হবে দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্রীয় সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের এবং সংস্থার নাম।
এপ্রসঙ্গে বিজেপির প্রথম সারির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ‘এই ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক যোগ নেই। নেতাজি বাংলা নন, গোটা ভারতের কাছে এক পরম শ্রদ্ধার ব্যক্তি। তাঁর নাম কোন আবাসিক বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে থাকলে, ছাত্রছাত্রীরা আরও বেশি করে অনুপ্রাণিত হবে। এইভাবে বাংলার মনীষীদের দেশের উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে’।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ‘শিক্ষা অভিযানের আওতায় থাকা ১০০০টি আবাসিক স্কুলের নাম প্রথমেই পরিবর্তীত করে নেতাজি সুভাষচন্দ্র বসু আবাসিক বিদ্যালয় করা হবে। পড়ুয়ারাও এতে অনুপ্রাণিত হবে। এই কাজ ভবিষ্যৎ প্রজন্মকেও অনেক উৎসাহিত করবে। অনেক সময় ছাত্রজীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের যেতে হয়। সেক্ষেত্রে স্কুলের নাম নেতাজির নামে হলে, তারা নেতাজির আর্দশে শিক্ষিত হতে পারবে’।