দক্ষিণ চীন সাগরে নিখোঁজ বাংলার বাসিন্দা, হেলিকপ্টার দিয়ে চলছে খোঁজ

বাংলাহান্ট ডেস্কঃ চলন্ত জাহাজের থেকে নিখোঁজ সেই জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার। সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে দক্ষিণ চিন সাগরে জাহাজ থেকে নিখোঁজ হলেন কলকাতার বাসিন্দা। ব্যক্তির নাম সম্বিত মজুমদার (Sambit Majumdar) (৫০)। বাড়ি নেতাজি নগর থানা এলাকার নাকতলায়।

সূত্রের খবর, ১৭ ই জুন সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে দক্ষিণ চীন সাগরের থেকে নিখোঁজ হন সম্বিত। তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি। তিনি বেসরকারি পণ্যবাহী জাহাজের ইঞ্জিনিয়ারের পদে নিযুক্ত ছিলেন। তার পরিবারে রয়েছে ৮০ বছরের বৃদ্ধা মা, স্ত্রী ও নাবালক ছেলে। ফেব্রুয়ারি মাসে বাড়ি থেকে জাহাজে করে দক্ষিণ কোরিয়া যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন তিনি।

in j

তার স্ত্রীর দাবি, জাহাজে এতজন ব্যক্তি ছিলেন, কেউই কি জানতে পারলেন না সম্বিত কোথায় গেল? সবাই একসঙ্গে ডিনার করেছিল। তারপর রাত ১০ টায় ঘুমাতে গিয়েছিল সম্বিত। আমার কাছে উত্তরগুলো ঠিক স্পষ্ট নয়। ২৫ বছর ধরে জাহাজে চড়ার অভিজ্ঞতা আছে ওর। তাও কি করে নিখোঁজ হল। আমার কাছে বিষয়টি স্পষ্ট নয়।

পরিবারের তরফে বিভিন্ন দফতরে ও সরকারি আধিকারিকদের কাছে আবেদন জানানো হয়েছে। হেলিকপ্টারের নিখোঁজ ব্যক্তিকে খোঁজা হচ্ছে বলে পরিবারকে জানিয়েছে সংশ্লিষ্ট জাহাজ সংস্থা। তার স্ত্রীর মতো এভাবে মিসিং হয়ে যাওয়াটা খুঁজে পাওয়ার পর বাড়ি ফেরা- আমি সেদিকেই তাকিয়ে আছি। ইতিমধ্যেই স্বরাষ্ট্রসচিব ডিজি শিপিং-সহ একাধিক আধিকারিক ও দপ্তরে ঐ ইঞ্জিনিয়াররের নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়েছে। ঘরের মানুষের প্রতীক্ষায় উদ্বেগে দিন কাটছে পরিবারের।

সম্পর্কিত খবর