কপিল দেবকে অবসর নেওয়ার জন্য ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচকরা, ফাঁস করলেন গায়কোয়াড়।

1994 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন বিশ্বকাপ জয়ী প্রথম ভারত অধিনায়ক কপিল দেব। ক্রিকেট জীবনে অনেক কৃতি স্থাপন করে গিয়েছেন প্রাপ্তন ভারত অধিনায়ক কপিল দেব। তিনিই প্রথম ভারত অধিনায়ক যিনি ভারতকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন। এছাড়াও এক সময় তার দখলেই ছিল টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট।

বর্ণময় ক্রিকেট জীবনে অনেক রেকর্ড গড়লেও কেরিয়ারের শেষের দিকে একেবারেই ফর্মে ছিলেন না কপিল দেব। তারফলে সেই সময় কপিল দেবের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিলেন জাতীয় দলের নির্বাচকরা। কিন্তু কপিল দেবের মত এত বড়ো একজন ক্রিকেটারের সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে কথা বলা মোটেও সহজ ছিল না।

   

710400187d68283fe79b6066d654a27f897e0e031b87ac1fd0d3236979bd35362c7ba317

প্রাপ্তন জাতীয় নির্বাচক অংশুমান গায়কোয়াড় বলেন, আমদাবাদে কপিল যখন হ্যাডলির রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করল তখনই ও কিছুটা শ্লথ হয়ে গিয়েছিল। তখনই আমি এবং গুন্ডাপ্পা বিশ্বনাথ গিয়ে কপিল দেবের সাথে কথা বলি। আমরা বলেছিলাম রেকর্ড ভাঙার জন্য অভিনন্দন, কিন্তু এরপরে কি? অর্থাৎ একপ্রকার বাধ্য হয়েই কপিল দেবকে এমন ধরনের প্রশ্ন করতে বাধ্য হয়েছিল নির্বাচকরা। সেই টেস্টের পর আর একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন কপিল দেব। তারপরে অক্টোবরে নিজের অবসর ঘোষণা করেছিলেন কপিল দেব।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর