টেট শুরুর আগেই চাঞ্চল্যকর দাবি পর্ষদ সভাপতির, প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ তথ্য

বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল প্রাথমিকের টেট। একের পর এক অভিযোগে জর্জরিত পর্ষদের কাছে আগামীকাল সুষ্ঠুভাবে টেট পরীক্ষা গ্রহণ একটি বড় চ্যালেঞ্জ। আগামীকাল টেটের আগে শনিবার বিকেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করলেন।

বিস্ফোরক দাবি করে গৌতম পালের বক্তব্য, পর্ষদ ও প্রশাসনের কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। সবকিছুতে নজর রাখছে পর্ষদ ও প্রশাসন। তিনি জানিয়েছেন, এবার টেট পরীক্ষায় বসেছেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। পরীক্ষা কেন্দ্র ১ হাজার ৪৬০ টি। সব থেকে বেশি পরীক্ষার্থী মুর্শিদাবাদ জেলায়। দায়িত্বপ্রাপ্তরা ক্লাসরুমে ঢোকার আগে ক্লাসরুম খতিয়ে দেখবেন। নির্দেশ পাঠানো হয়েছে জেলাশাসক, ডিআইদের। প্রশাসনের সব স্তর পরীক্ষার জন্য সতর্ক রয়েছে।

   

পর্ষদ সভাপতি গৌতম পাল আরও জানিয়েছেন, “প্রত্যেকটি জেলা ও পরীক্ষা কেন্দ্র বোর্ডের কাছে সমান। সর্বত্র পর্ষদের সুনির্দিষ্ট প্রটোকল মেনেই পরীক্ষা হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন করে ক্লাসরুমে ঢুকতে হবে। সেন্টার ইনচার্জ, অফিস ইনচার্জ, অবজারভার, জেলা প্রশাসনের জেলা শাসক, এডিএম, প্রত্যেককে আমরা নির্দেশ পাঠিয়েছি। তাদের কাছে আবেদন জানানো হয়েছে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য।”

গুরুতর অভিযোগ করে এদিন পর্ষদ সভাপতি বলেন, “আমাদের কাছে খবর আছে পরীক্ষা বিঘ্নিত করতে চাইছে কেউ কেউ। বিষয়টি নিয়ে প্রশাসন ও পর্ষদ সতর্ক আছে। যদি কোন পরীক্ষার্থী ঠিকমতো নিয়ম পালন না করেন বা বাইরের কেউ অশান্তি করার চেষ্টা করেন তাহলে প্রশাসনের কাছে কঠোরতম শাস্তির আবেদন করব।”

TET 4

পর্ষদ সভাপতি জানান, পরীক্ষার্থীরা কোয়েশ্চেন বুকলেট নিয়ে বাড়ি যেতে পারবেন। দুটো কপি থাকবে ওএমআর সিটের। একটি কপি বোর্ড ও অন্যটি ক্যান্ডিডেট নেবে। অন্যদিকে, পর্ষদের হেল্পলাইন নম্বরও জানানো হয়েছে। এটি হল ৬২৯২২৭৮৪৩৮।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর