ইরফান খানের অকাল প্রয়ানে শোকের ছায়া ক্রীড়ামহলে, টুইট করে শেষ শ্রদ্ধা জানালেন শচীন থেকে শুরু করে কোহলি, যুবরাজ।

প্রয়াত হলেন বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ইরফান খান। রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ হয়েছিল ইরফান খানের। ছোট থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। অনুর্দ্ধ 19 সি কে নাইডু প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু মাত্র 250 টাকার জন্য জয়পুর থেকে অজমেরে খেলতে যেতে পারেন নি তিনি। তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। টাকার অভাবে ক্রিকেট ছাড়তে হয়েছিল ইরফান খান কে।

তারপর ক্রিকেট ছেড়ে অভিনয় জগতে পা রাখেন। তাঁর একের পর এক দুর্দান্ত অভিনয় ভারতীয় সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে। অবশেষে দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইরফান খান। ইরফান খান এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে। ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করে লিখেন যে, ‘ইরফান খানের বৈচিত্র আমাকে অবাক করতো। উনার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উনার আত্মার শান্তি কামনা করি।’

23139811d8a9cbb25631c466b6792601e7b8f3edb05088d8732ad962b92b499e52b3b620

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার ইরফান খানের মৃত্যুতে লিখেন যে, ‘আমার খুবই পছন্দের একজন অভিনেতা ছিলেন ইরফান খান। তার অভিনীত প্রায় প্রত্যেকটি সিনেমায় আমার দেখা হয়ে গিয়েছে। ইরফান খানের সর্বশেষ অভিনীত সিনেমা অংরেজি মিডিয়ামও আমি দেখে ফেলেছি। তিনি যে এভাবে চলে যাবেন সেটা কখনো ভাবতে পারিনি।’ ক্যান্সার জয়ী যুবরাজ সিং টুইট করে লেখেন যে ‘এই কঠিন রোগের বিরুদ্ধে লড়াইয়ে অনেকে জয়ী হন, আবার অনেকে হার মানেন। আজ ইরফান খান আমাদের ছেড়ে চলে গেলেন তবে আমার বিশ্বাস উনি আরো ভালো জায়গায় থাকবেন।’

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর