বাংলা হান্ট ডেস্ক: চলতি সপ্তাহের ট্রেডিংয়ের শেষ দিনে অর্থাৎ শুক্রবার, আমেরিকার চাকরির গুরুত্বপূর্ণ রিপোর্টের আগে থেকেই ভারত সহ একাধিক দেশের শেয়ার বাজারে (Share Market) ব্যাপক পতন পরিলক্ষিত হয়। আজ সেনসেক্স ৯৬৬ পয়েন্ট বা ১.১৭ শতাংশ হ্রাস পেয়েছে এবং ৮১,২৩৫-এর স্তরে বন্ধ হয়েছে।
শেয়ার বাজারে (Share Market) ব্যাপক পতন:
যেখানে সেনসেক্স ২৮০ পয়েন্ট বা ১.১২ শতাংশ কমেছে এবং ২৪,৮৬৪-র স্তরে বন্ধ হয়েছে। আজকের ট্রেডিংয়ে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে NTPC, ICICI ব্যাঙ্কের মতো বড় শেয়ারগুলি মার্কেটকে (Share Market) নিচে ঠেলে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।
আজকের টপ গেইনার: জানিয়ে রাখি যে, শুক্রবার বাজাজ ফাইন্যান্স ১ শতাংশ বৃদ্ধির সাথে টপ গেইনার হিসেবে বিবেচিত হয়েছে। যেটি ৭,৩১৭-র স্তরে বন্ধ হয়েছে। অপরদিকে এশিয়ান পেইন্টসের শেয়ার (Share Market) ০.৮৮ শতাংশ বেড়ে ৩,২৬৬-এর স্তরে বন্ধ হয়েছে। এর পাশাপাশি JSW Steel-এর শেয়ার ০.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৩২-এ বন্ধ হয়েছে। যেখানে, HUL-এর শেয়ার ০.৯২ শতাংশ লাফ দিয়ে ২,৮৩৯-এ বন্ধ হয়েছে।
আরও পড়ুন: রাজনীতির ময়দানে নাম লেখালেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া, যোগ দিলেন কংগ্রেসে
এইসব শেয়ারে হয়েছে পতন: এদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজকের ট্রেডিং সেশনে সবচেয়ে বেশি (৪.৪৩ শতাংশ) পতনের সম্মুখীন হয়েছে। বর্তমানে SBI-এর শেয়ার ৭৮২.৫০-র স্তরে বন্ধ হয়েছে। এছাড়াও ICICI ব্যাঙ্ক (২.২৫ শতাংশ), NTPC (২.০৫ শতাংশ ), HCL টেক (১.৯৩ শতাংশ), RIL (১.৮৯ শতাংশ)-এর শেয়ার পতনের সম্মুখীন হয়েছে।
আরও পড়ুন: জমে যাবে আগামী বছরের IPL! এবার এই দলে এন্ট্রি নিলেন রাহুল দ্রাবিড়, হয়ে গেল ঘোষণা
প্রতিটি সেক্টরাল ইনডেক্স লাল চিহ্নে বন্ধ হয়েছে: শুক্রবার শেয়ার মার্কেটে (Share Market) সব সূচকই লাল চিহ্নে বন্ধ হয়েছে। সবচেয়ে বড় পতন দেখা গেছে নিফটি PSU ব্যাঙ্কে। নিফটি PSU ব্যাঙ্কে ৩.৫৭ শতাংশ পতন ঘটে তা ৬,৬৫৫ স্তরে বন্ধ হয়েছে। যেখানে নিফটি অয়েল ও গ্যাস ২.১৬ শতাংশ কমে ১৩,০২৫-এর স্তরে বন্ধ হয়েছে। এর পাশাপাশি নিফটি ব্যাঙ্ক ১.৭৪ শতাংশ কমে ৫০,৫৭৭-এর স্তরে বন্ধ হয়েছে। এছাড়াও নিফটি এনার্জি (১.৬৩ শতাংশ) এবং নিফটি ফার্মার (০.৪৯ শতাংশ) ক্ষেত্রেও পতন ঘটেছে।