ক্রমশ বেড়েই চলেছে আদানির এই শেয়ারের দাম! এক বছরেই বৃদ্ধি পেয়েছে ১২৩ শতাংশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ সব ধনকুবেরদের সাথে মোট সম্পদের বিচারে কড়া টক্কর দিচ্ছেন গৌতম আদানি (Gautam Adani)। পরিসংখ্যান অনুযায়ী, তিনি এখন বিশ্বের চতুর্থ ধনী হিসেবে বিবেচিত হচ্ছেন। এই আবহেই এবার ক্রমশ বেড়ে চলেছে আদানির এই শেয়ারের দর। জানা গিয়েছে, গত শুক্রবার আদানি এন্টারপ্রাইজের শেয়ার সর্বকালের সর্বোচ্চ দরে পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বম্বে স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম পৌঁছে গিয়েছে প্রায় ৩,৫০০ টাকায়।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম বেড়েছে প্রায় ১০২ শতাংশ। সর্বোপরি, গত এক বছরে এই শেয়ারের দর বৃদ্ধি ঘটেছে প্রায় ১২৩ শতাংশ। আপাতত, BSE-তে আদানি এন্টারপ্রাইজের বাজার মূলধন দাঁড়িয়েছে ৩.৯৩ লক্ষ কোটি টাকায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই শেয়ার গত বছরের ২৮ অক্টোবর ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ১,৩৪৪.৬০ টাকায় পৌঁছয়। তবে, বর্তমানে সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ০.৩৭ শতাংশ কমে আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৩,৪৫০ টাকায় বন্ধ হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত জুনের ত্রৈমাসিকে আদানি এন্টারপ্রাইজের মোট মুনাফা ৭৩ শতাংশ বৃদ্ধি পায়। পাশাপাশি, আদানি এন্টারপ্রাইজ হল আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি। এছাড়াও, গৌতম আদনির অন্যান্য কোম্পানিগুলি হল আদানি পোর্টস, আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস, আদানি উইলমার এবং আদানি ট্রান্সমিশন।

এদিকে, চলতি মাসের শুরুতেই ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (National Stock Exchange of India Ltd, NSE) জানায় যে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আদানি এন্টারপ্রাইজকে শ্রী সিমেন্টের স্থানে নিফটি ৫০ সূচকে অন্তর্ভুক্ত করা হবে। যদিও, এর আগেই আদানি পোর্টসকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এমতাবস্থায়, গৌতম আদানির নেতৃত্বাধীন দ্বিতীয় সংস্থা হিসেবে আদানি এন্টারপ্রাইজের সংযুক্তি ঘটবে এই সূচকে। এদিকে, দেশীয় ব্রোকারেজ এবং গবেষণা সংস্থা এডেলওয়েজের মতে, নিফটি ৫০ সূচকে আদানি এন্টারপ্রাইজের অন্তর্ভুক্তির ফলে চলতি মাসের শেষে প্রায় ২৮.৫ মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X