ক্যারেক্টারই ঢিলা! ইরফান খানের প্রেমিকার দিকেও নজর দিয়েছিলেন নওয়াজউদ্দিন

বাংলা হান্ট ডেস্ক : হিন্দি চলচ্চিত্র (Bollywood) জগতে এক জনপ্রিয় অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। তবে বর্তমানে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেতা। অভিনেতা সহ তাঁর গোটা পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকী।

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন আলিয়া সিদ্দিকী। তিনি অভিযোগ তুলেছিলেন, শ্বশুরবাড়ি থেকে নাকি তাকে তাড়ানোর জন্য নানাভাবে অত্যাচার চালানো হতো তাঁর ওপর। এমনকি বাথরুম যেতে গেলেও নাকি অনুমতি নিতে হত। মিলত না খাবার এবং জল। আর এই সবের মাঝেই এবার অভিনেতার বিরুদ্ধে জানা গেল গোপন কথা।

Nawazuddin siddique-Irrfan khan

বলিউড জগতের আর এক জনপ্রিয় অভিনেতা ইরফান খানের সঙ্গে দীর্ঘ বিবাদে জড়িয়ে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এমনকি তাঁদের বিবাদের কারণে এক দিনের জন্য বন্ধ হয়ে যায় ‘দ্যা লাঞ্চ বক্স’ ছবির শুটিং। তবে সেই সময় জানা না গেলেও সম্প্রতি জানা গিয়েছে তাঁদের বিবাদের রহস্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতার ভাই শামাস।

Nawazuddin siddique-Irrfan khan

জানা যাচ্ছে, অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দ্যা লাঞ্চ বক্স’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই অভিনেতা। তবে ছবির শুটিং চলাকালীন বিবাদে জড়িয়ে পড়েন তাঁরা। আর সে কারণে একদিনের জন্য থমকে গিয়েছিল শুটিং। অভিনেতার ভাই শামাস সিদ্দিকী বলেন, ‘ইরফান খানের প্রেমিকার সঙ্গে ডেটিং শুরু করেছিলেন দাদা। আর তা নিয়েই শুরু হয়েছিল বিবাদ। তাঁদের দাবি ছিল একজন সেটে উপস্থিত থাকলে যাবেন না অন্যজন’।

Nawazuddin siddique-Irrfan khan

যদিও ইমরান খানের সঙ্গে বিবাদের কথা অস্বীকার করেছিলেন নওয়াজ। তিনি বলেছিলেন, ‘এটা গুজব ছাড়া আর কিছুই নয়’। এদিনের সাক্ষাৎকারে শামাস সিদ্দিকী জানান, ‘ইরফান দার সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। যে সময় স্লামডগ মিলিয়নেয়ারের জন্য কাস্টিং চলছিল ঠিক সেই সময় কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তিনি আমাকে দেখা করিয়েছিলেন ড্যানি বয়েলের সঙ্গে। বর্তমানে তাঁকে ভীষণ মিস করি’।

additiya

সম্পর্কিত খবর