ইরাক, ইরানের মতো হয়ে গেছে কলকাতার অবস্থা, রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপ ঘোষের

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) আগাগোড়াই চাঁচাছোলা ভাষা ব্যবহারের তালিকায় শীর্ষে রয়েছেন। সেই সত্ত্বাকে অক্ষুণ্ণ রেখে, বুধবার সকালে বউবাজারে চায়ে পে চর্চায় যোগ দিয়ে তৃণমূল সরকারকে নিশানা বানিয়ে ছুঁড়লেন একের পর এক আক্রমণাত্মক বাণ।

বউবাজারে চায়ে পে চর্চায় যোগ দিয়ে বাংলার শাসন, স্বাস্থ্যসাথী প্রকল্প, মূল্যবৃদ্ধি মিলিয়ে সবদিক থেকে আক্রমণ করলেন রাজ্য় সরকারকে। কলকাতা পুরসভার কাজেও গাফিলতি রয়েছে বলে অভিযোগ করে দিলীপ ঘোষ বললেন, ‘দেখবেন চাষীরা ৫ টাকায় যে আলু বিক্রি করছে, তা আমাদের কিনতে হচ্ছে ৪৫ টাকায়। কাটমানি সব চলে যাচ্ছে কালীঘাটে। আমফানের পর একটা গাছও সরাতে পারেনি।’।

vvbvbvbj

স্বাস্থ্য সাথী কার্ড প্রসঙ্গে রাজ্যকে খোঁচা দিয়ে বললেন, ‘স্বাস্থ্য সাথী কার্ড না, ঢপের চপ দিয়েছে দিদিমণি। কার্ড নিয়ে হাসপাতালে যাবেন , দেখবেন বলবে এখান থেকে বেরিয়ে যাও। দেখেছেন, চাপের ঠেলায় কেমন রোগা হয়ে গেছেন দিদিমণি’। এরপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আসলে পুলিশ ভাবছে এরকম কাজ করলে বুঝি প্রমোশন হবে। তবে সেটা প্রমোশন না ডিমোশন, ভবিষ্যতে নিজেরাই দেখতে পাবে’।

এখানেই থামলেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আরও বললেন,’ দম থাকলে শুধু কলকাতা কেন, সব জায়গায় পুরভোট করুক। কাশ্মীর, হায়দ্রাবাদ সব জায়গায় নির্বাচন হচ্ছে, এখানে কেন বাদ থাকবে? ভাগ্যিশ লোকসভা আর বিধানসভা নির্বাচন রয়েছে ভারতের নির্বাচনী কমিশনের অধীনে। নাহলে দিদিমণি হত বিধানসভা নির্বাচনই আটকে দিতেন। রাজ্যের শাসন ব্যবস্থা দেখেছেন, ইরাক, ইরানের মতো হয়ে গেছে কলকাতার অবস্থা’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর