মর্মান্তিক! চীনের করোনা সংক্রামিত ডাক্তারের গায়ের রঙ হয়ে গেল কালো

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) আক্রান্ত চীনের (china) দুই ডাক্তারের গায়ের রঙ বদলে গিয়েছে, এমনটাই জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে।ইয়ে ফ্যান এবং হু ওয়েফাং নামের ঐ দুই চিকিৎসক উহানে চিকিৎসা পরিষেবা দিতে দিতেই করোনা আক্রান্ত হন।

corona 12
file pic

জানা যাচ্ছে তাদের লিভারের অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু আশ্চর্যজনক ভাবে
এই দুজনের গায়ের রঙ কালো হয়ে গেছে তা এখনো বোঝা যাচ্ছে না। যদিও উভয় চিকিৎসকের ইতিমধ্যেই অবস্থার উন্নতি হয়েছে।

কর্তব্যরত ডাক্তারদের ধারনা, হরমোনের পরিবর্তনের কারণে তাদের ত্বকের রঙ কালো হয়ে গেছে। তারা বিশ্বাস করেন যে এই দুই চিকিৎসকের লিভার নিরাময় হওয়ার সাথে সাথেই সম্ভবত দুজনের ত্বকের রঙও সেরে যাবে। তাত্পর্যপূর্ণভাবে, ডাক্তার হু ওয়াইফ্যাং করোনার সংক্রমণের রিপোর্টিং দলের সদস্য ছিলেন।

মারণ রোগ করোনা ভাইরাসের কারণে সমগ্র বিশ্বে কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই রোগের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। সেই কারণে মার্কিন রাষ্ট্রপতি বারবার চীনকে এই ভাইরাসের জন্য দোষারোপ করেছেন। তার দাবি উহানের ভাইরাস ব্যাংক থেকেই ছড়িয়েছে করোনা।

যদিও মঙ্গলবার WHO-এর মুখপাত্র ফাদেলা চেইব জানালেন,”করোনা ভাইরাসের বিষয়ে সমস্তরকম তথ্য প্রমাণ করেছে যে, এই ভাইরাসটি কোনও পশুর শরীরেই তৈরি হয়েছে। এবং এই ভাইরাস কোনও গবেষণাগার থেকে তৈরি করা হয়নি। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই ভাইরাসটির কোনও পশু বা অন্য প্রাণী বাহক আছে। ধারণা করা যাচ্ছে বাদুড়ই এর প্রাকৃতিক বাহক। তবে এই ভাইরাস বাদুড়ের শরীর থেকে কিভাবে মানুষের শরীরে এসে পৌছাল, তা নিয়ে এখন গবেষণা চলছে”।


সম্পর্কিত খবর