আজব ঘটনা! সাপ কামড়েছিল কৃষককে, রেগে গিয়ে সাপটিকেই কামড়ে দিলেন ঐ চাষি

   

বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে সোশ্যাল মিডিয়া তথা নেটমাধ্যম ব্যবহার করেন না এমন মানুষ কার্যত খুঁজে পাওয়া মুশকিল। বরং সুযোগ পেলেই এখন সবাই সময় কাটান সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে। কারণ সেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের আপডেট এবং প্রতি মুহূর্তের খবর। যদিও সেই সব খবর গুলির মধ্যে এমন কিছু খবর মাঝে মাঝে সামনে আসে যা শুনে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় নেটিজেনদের।

সেই রেশ বজায় রেখেই এবার এক অদ্ভুত ঘটনা প্রসঙ্গ সামনে এসেছে। এমনিতেই সাপের মত প্রাণীকে এড়িয়ে চলতে ভালোবাসেন সকলেই। পাশাপাশি সেই সাপ যদি বিষধর হয় তাহলে তো আর কথাই নেই। কারণ, বিষধর সাপ কামড়ানোর পর সঠিক চিকিৎসা না পেলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু এবার যে ঘটনাটি সামনে এসেছে তা কার্যত অবিশ্বাস্য। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এক কৃষককে কামড় দেয় একটি সাপ। এমতাবস্থায় রেগে গিয়ে সেই সাপটিকেই কামড়ে দেন ওই কৃষক।

হ্যাঁ শুনতে অদ্ভুত মনে হলেও ঠিক এই ঘটনাই ঘটেছে। আর এই ঘটনা সামনে আসার পরই রীতিমতো হইচই পড়ে গিয়েছে সর্বত্র। এদিকে, সাপের দংশনের পরেই পরিবারের লোকজন খবর পেয়ে দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন। বর্তমানে ওই কৃষক বিপদমুক্ত বলে জানা গিয়েছে। কিন্তু, তিনি যে কান্ড ঘটিয়েছেন তাতে হুঁশ উড়েছে সবার।

strap snouted brown snake

জানা গিয়েছে, ৫৫ বছর বয়সী মাতবাদল, সেওহত গ্রামের বাসিন্দা। পেশাগতভাবে তিনি একজন কৃষক। এমতাবস্থায়, কাজ করে এসে তিনি যখন খাটে বিশ্রাম নিচ্ছিলেন তখন একটি সাপ হঠাৎই তাঁকে কামড়ে দেয়। এদিকে, এই কামড় খাওয়ার পরেই তিনি রেগে গিয়ে সেই সাপটিকেও কামড়ে দেন। তারপরেই, ঘটনাটি জানাজানি হতেই তাঁর পরিবারের সদস্যরা তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান। এদিকে, এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর