বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার দিল্লীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) হাত ধরে তৃণমূলে (tmc) যোগ দিলেন কীর্তি আজাদ এবং অশোক তানওয়ার। আর এরপরই মুখ্যমন্ত্রী জানালেন তিনি দ্রুত পঞ্জাব এবং হরিয়ানা যেতে চান। দিল্লী জয়ের লক্ষ্যে দ্রুত তোরজোড় শুরু করেছে মমতা বাহিনী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হরিয়ানা-পঞ্জাব তো এখান থেকে বেশি দূরে নয়। তাই আপনারা যত দ্রুত বলবেন, তত দ্রুতই আমি হরিয়ানা-পঞ্জাবে যাব। এখানে আসার জন্য আপনাদের সকলেই অনেক ধন্যবাদ। সেইসঙ্গে দেশের মঙ্গলের জন্য বিজেপিকে হারানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাব। আমি সকল রাজ্যকেই একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাই’।
প্রসঙ্গত, অবশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে (tmc) যোগ দিলেন প্রাক্তন বিজেপি (bjp) সাংসদ তথা কংগ্রেস নেতা কীর্তি আজাদ (Kirti Azad)। রাজধানীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর উপস্থিতিতে সবুজ শিবিরে নাম লেখালেন এই প্রাক্তন ক্রিকেটার।
তৃণমূলে যোগ দিয়ে কীর্তি আজাদ বলেন, ‘রাজনীতি থেকে যতদিন না অবসর নিচ্ছি আমি, ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে কাজ করে যাব। তাঁর মতাদর্শেই করে যাব। আমাকে তৃণমূলের সদস্য করায়, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। কোনও জাতি নেই, কোনও ধর্ম নেই আমার। দেশকে যারা ভাঙতে চাইবে, তাঁদের রুখে দেব’।
পাশাপাশি এদিন রাজনৈতিক জগতের পরিচিত মুখ তৃণমূলে যোগ দেন। কবি-সুরকার জাভেদ সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বেদের সঙ্গে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।