দেশজুড়ে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল সেই সময় করোনা মোকাবিলায় রাস্তায় নেমে পড়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি বিভিন্ন ভাবে করোনা আক্রান্ত মানুষ এবং করোনার কারণে রুটি রোজগার বন্ধ হয়ে যাওয়া মানুষদের সাহায্য করেছেন। বিভিন্ন অসহায় দরিদ্র মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। আর এবার আমফান মোকাবিলায় রাস্তায় নেমে পড়লেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
একদিকে করোনা ভাইরাস তার ওপর এসে পড়েছে আমফান ঘূর্ণিঝড়। এই দুইয়ের জেরে বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলা। এমন পরিস্থিতিতে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এলেন মহারাজ। পাশে দাঁড়ালেন আমফান ঘূর্ণিঝড়ে যে সমস্ত পরিবারের ক্ষতি হয়েছে তাদের। আমফান ঘূর্ণিঝড়ে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং সুন্দরবন এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। বিভিন্ন এলাকায় মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে। আর সেই সমস্ত মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এল সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন।
সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন একটি বেসরকারী মোবাইল সংস্থার সাথে হাত মিলিয়ে দুই 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর এবং সুন্দরবন এলাকায় আমফান বিধ্বস্ত প্রায় দশ হাজার পরিবারের হাতে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়।