পোলট্রি মুরগি থেকে ছড়াচ্ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’? খোলসা করলেন বিশেষজ্ঞরা

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (covid-19) দ্বিতীয় ঢেউয়ে মাথাচাড়া দিয়েছে আরও এক ভয়ঙ্কর মহামারি মিউকরমাইকোসিস (Mucormycosis) বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছেন এই ভাইরাস। এমনকি বাংলাতেও এই রোগের প্রকোপে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন।

সংক্রমণের মাত্রা করোনা ভাইরাসের মত না হলেও, এই ব্ল্যাক ফাঙ্গাস চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এই রোগের উৎপত্তি, চিকিৎসা পদ্ধতি, এমনকি কি লক্ষণ দেখা যায় এই রোগের ক্ষেত্রে- তা নিয়েও সংশয় এখনও কাটেনি। সাধারণভাবে এই রোগ মানুষের সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসকে আক্রমণ করে। যার প্রভাবে চিকিৎসা ব্যবস্থাও সফল হচ্ছে না এই রোগের ক্ষেত্রে।

15143349

মাঝে স্যোশাল মিডিয়ায় এই রোগের বিষয়ে একটি খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছিল সকলেই। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের নাম বিকৃত করে স্যোশাল মিডিয়ায় ছাড়ানো হয়েছিল, পোল্ট্রি মুরগির থেকেই নাকি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। যা শুনে করোনার মাঝেই উদ্বেগ দেখা দিয়েছিল সকলের চোখে মুখে।

তবে বর্তমানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মানুষ বা কোন পশু পাখি নয়, বাতাসে থাকছে এই ব্ল্যাক ফাঙ্গাসের জীবাণু। দুর্বল শরীর বা মানুষের শরীরের কাটা, পোড়া স্থানের মাধ্যমে শরীরে প্রবেশ করছে এই ভাইরাস। সাধারণভাবে ডায়াবেটিস, ক্যানসার, এইচআইভি, এইডস-এ আক্রান্ত ব্যক্তি কিংবা দুর্বল রোগগ্রস্থ ব্যক্তির শরীরে এই রোগ সহজে বাসা বাঁধছে।

42ed7e75 4eff 46bb 9bbf 10f9163971aa 1920x1080

আবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে যেসকল ব্যক্তিরা বেশি দিন ধরে আইসিইউ-তে রয়েছেন, যাদের উপর বেশি পরিমাণে স্টেরয়েডের ব্যবহার করা হয়েছে সেই সকল রোগীর শরীরে, এমনকি ময়লা জলযুক্ত অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহারের ফলেও এই রোগের জন্ম হচ্ছ। তবে চিকিৎসকরা এখনও এই রোগের বিষয়ে পরীক্ষা নিরিক্ষা জারী রেখেছেন।

Smita Hari

সম্পর্কিত খবর