BJP বিধায়কদের ছেড়ে যাওয়া পদগুলিতে TMC বিধায়কদের নিযুক্ত করলেন বিধানসভার স্পিকার

বাংলা হান্ট ডেস্কঃ মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে বিধানসভার ৮টি কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন বিজেপির বিধায়করা। আজ সেই আসনগুলিতে নতুন চেয়ারম্যান নিযুক্ত করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভার কমিটির চেয়ারম্যানদের নিয়ে একটি বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পিএসি চেয়ারম্যান মুকুল রায় সহ অনেকে।

এই বৈঠকে বিজেপির ছেড়ে যাওয়া ৮টি পদে তৃণমূলের বিধায়কদের নিযুক্ত করেন বিমানবাবু। বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জায়গায় আবদুল খালেক, অশোক কীর্তনিয়ার জায়গায় পান্নালাল হালদার, বিষ্ণুপদ শর্মার জায়গা তপন দাশগুপ্ত সহ বাকি আসনগুলিতে তৃণমূলের বিধায়কদের বসান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বিজেপি বিধায়কদের পদত্যাগ ফিরিয়ে নেওয়ার আর্জিও জানিয়েছিলেন স্পিকার।

বৈঠক শেষ হওয়ার পর পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমাদের আশা ছিল যে যাদের চেয়ারম্যান করা হয়েছিল তাঁরা এই বৈঠকে আসবেন। কিন্তু তাঁরা আসেন নি। পার্থবাবু বলেন, ওঁরা অনুপস্থিত থাকলেও মুকুল রায় এদিন এসেছিলেন। এরপর স্পিকার স্ট্যান্ডিং কমিটিগুলিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সবাইকে নির্দেশ দেন। বিজেপির বিধায়করা চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করলেও সদস্য হিসেবে রয়েছেন। আমি জানি কারণটা কী।

উল্লেখ্য, বিধানসভার অধিবেশনের শেষ দিনে মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে বিজেপির বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। এরপরই তাঁরা সিদ্ধান্ত নেন যে, বাকি কমিটিগুলির চেয়ারম্যান পদ থেকেও তাঁরা পদত্যাগ করবেন। রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগে বিজেপির বিধায়করা সেই পদ থেকে ইস্তফা দেন।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর