আচমকাই ইস্তফা দিলেন বিধানসভার অধ্যক্ষ, শোরগোল ত্রিপুরার রাজনীতিতে

বাংলাহান্ট ডেস্কঃ আচমকাই বিধানসভার অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন রেবতী মোহন দাস। সম্প্রতি ত্রিপুরার (tripura) বিপ্লব দেবের মন্ত্রীসভায় ৩ নতুন মুখ এসেছে কুমারঘাটের ভগবান দাস, সূর্যমণি নগরের রামপ্রসাদ পাল এবং জিরানিয়ার সুশান্ত চৌধুরী। আর ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন রেবতী মোহন দাস।

সূত্রের খবর, নিজের পদত্যাগের বিষয় জানিয়ে উপাধক্ষ্য বিশ্ববন্ধু সেনের হাতে একটি পত্র তুলে দিয়েছেন তিনি। তবে স্পিকারের এমন আচরণে শোরগোল পড়ে গেছে ত্রিপুরার রাজনীতির অন্দরে।

Rebati Mohan Das

প্রসঙ্গত, একুশের বাংলা জয়ের পর, ২৩-র টার্গেট ত্রিপুরা (tripura) জয়। এভাবেই রাজ্যস্তর থেকে পেরিয়ে জাতীয় স্তরে জায়গা করার লক্ষ্যে ছুটছে তৃণমূল (tmc) শিবির। সেই মর্মেই ত্রিপুরা জয়ের টার্গেট নিয়েছে মমতা বাহিনী। সেই কারণে প্রায় প্রতিদিনই সেখানে গিয়ে নিজেদের জমি শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবুজ শিবিরের বাঘা বাঘা কর্মকর্তারা।

তবে ত্রিপুরায় গিয়ে তাঁদের প্রধান সমস্যা হচ্ছে হোটেলে থাকা নিয়ে। রাজনৈতিক প্রচারের লক্ষ্যে ত্রিপুরা পৌঁছে গেলেও, সেখানে হোটেল পাওয়া নিয়ে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই এবার প্রতিবেশি রাজ্য ত্রিপুরাতেই তৃণমূল ভবন (tmc bhavan) তৈরির সিদ্ধান্ত নিল মমতা বাহিনী।

সূত্রের খবর, আগরতলাতেই গড়ে উঠবে তৃণমূল ভবন। আর এই ভবন উদ্বোধন করতে আগামী মাসে আরও একবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গড়ে পা রাখতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Smita Hari

সম্পর্কিত খবর