বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও বিজয় হাজারে ট্রফিতে রোমাঞ্চ অব্যাহত রয়েছে। এই টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খেলোয়াড়রা তাঁদের দলকে বিজয়ী করার লক্ষ্যে শক্তি প্রদর্শন করছেন। ঠিক এই আবহেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। যিনি IPL-এ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) একজন তারকা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। ঘরোয়া এই টুর্নামেন্টে বল হাতে নিয়ে নিজের দাপট দেখিয়েছেন তিনি। শুধু তাই নয়, বরুণের দুর্দান্ত পারফরম্যান্স এটা স্পষ্ট করে দিচ্ছে যে, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজে অংশগ্রহণের ক্ষেত্রে অন্যতম দাবিদার।
দাপট দেখালেন KKR (Kolkata Knight Riders)-এর তারকা স্পিনার:
ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজে কি সুযোগ পাবেন বরুণ: জানিয়ে রাখি যে, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ODI সিরিজ শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে। এই সিরিজের জন্য এখনও টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে, শীঘ্রই দল ঘোষণা করতে পারে BCCI। এমতাবস্থায়, KKR (Kolkata Knight Riders) তারকা বরুণ চক্রবর্তীও ওই দলের সুযোগ পাবেন বলে অনুমান করা হচ্ছে।
Beauty
A strong comeback from Varun Chakaravarthy to dismiss Mahipal Lomror after being hit for a 6 off the previous ball #VijayHazareTrophy | @IDFCFIRSTBank
Scorecard ▶️ https://t.co/83z2auYwFH pic.twitter.com/QXYvLBcJGe
— BCCI Domestic (@BCCIdomestic) January 9, 2025
প্রসঙ্গত উল্লেখ্য যে, সীমিত ওভারে ভারতের অন্যতম প্রধান স্পিনার কুলদীপ যাদব এখনও পুরোপুরি ফিট নন। তাই চক্রবর্তীকে দলে অন্তর্ভুক্ত করা একটি ভালো সিদ্ধান্ত হতে পারে। এই ডানহাতি স্পিনার বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ১৮ টি উইকেট নিয়েছেন। যেখানে তাঁর ইকনমি রেট হল ৪.৩৬। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দিক থেকে তিনিই শীর্ষে রয়েছেন।
আরও পড়ুন: অনেক হয়েছে! চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত? সামনে এল বড় আপডেট
এদিকে, ৩৩ বছর বয়সী বরুণ চক্রবর্তী এখনও ODI অভিষেক করেননি। তবে তিনি ১৩ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে, তিনি ১৮.০৫ এভারেজে ১৯ টি উইকেটে নিয়েছেন। এদিকে, লিস্ট এ ক্রিকেটে, চক্রবর্তী ২২ টি ম্যাচে পেয়েছেন ৫৪ টি উইকেট।
আরও পড়ুন: ভারতে এই প্রথমবার! নীরজ চোপড়ার হাত ধরে তৈরি হতে চলেছে নয়া ইতিহাস, ধন্য ধন্য করছেন সকলে
প্রি-কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ুকে হারিয়েছে রাজস্থান: জানিয়ে রাখি, বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ু দলের হয়ে খেলছিলেন বরুণ চক্রবর্তী। প্রি-কোয়ার্টার ফাইনালে রাজস্থানের কাছে হেরে তাঁর দলের সফর শেষ হয়েছে। তবে ওই ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন চক্রবর্তী। ৯ ওভারের স্পেলে ৫২ রানে ৫ উইকেট নেন তিনি। রাজস্থান ওই ম্যাচে তামিলনাড়ুকে ১৯ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। এদিকে, চলতি বছরের IPL শুরু হতেও আর বেশি বাকি নেই। এমতাবস্থায়, KKR (Kolkata Knight Riders)-এর এই প্লেয়ার তাঁর আগে ইংল্যান্ড সফরে সুযোগ পেয়ে চমক দেখাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।