IPL-এ উঠবে ঝড়! প্রস্তুতি শুরু করলেন KKR-এর “তুরুপের তাস”, বেজায় খুশি অনুরাগীরা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের একাধিক দেশে T20 লিগ খেলা হচ্ছে। কিন্তু যে জনপ্রিয় লিগের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা হল IPL। এটি বিশ্বের সবচেয়ে সফল এবং ব্যয়বহুল T20 লিগ হিসেবে বিবেচিত হয়। এদিকে, আর কিছুদিনের মধ্যেই IPL-এর পরবর্তী মরশুম শুরু হতে চলেছে। আগামী ২১ মার্চ থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগীদের বিশেষ নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্লেয়ারদের দিকে।

IPL-এ ঝড় তুলতে প্রস্তুত KKR (Kolkata Knight Riders)-এর এই প্লেয়ার:

কারণ, গত মরশুমের IPL-এ চ্যাম্পিয়ন হয়েছিল KKR (Kolkata Knight Riders)। যদিও, তারপরে ওই দলে একাধিক পরিবর্তন ঘটেছে। মেগা নিলামে দলের সাথে যুক্ত হয়েছেন একাধিক তারকা প্লেয়ার। পাশাপাশি, এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলেও গিয়েছেন অনেক ক্রিকেটার। তবে, এতকিছুর মধ্যেও সবার নজর কেড়েছেন দলের তারকা খেলোয়াড় রিঙ্কু সিং। তিনি ইতিমধ্যেই তাঁর প্রস্তুতি শুরু করেছেন।

জানিয়ে রাখি যে, বাঁহাতি ব্যাটার রিঙ্কুকে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজে খেলতে দেখা গিয়েছিল। যেখানে তিনি তার ব্যাট দিয়ে কোনও বড় ইনিংস করেননি। ৩ টি ম্যাচে মাত্র ৩৯ রান করেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে, IPL ২০২৫-এর আগে, রিঙ্কু তাঁর হারানো ছন্দ ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন।

IPL২০২৫-এর প্রস্তুতিতে ব্যস্ত রিঙ্কু সিং: মুম্বাইয়ে IPL-এর পরবর্তী সংস্করণের জন্য প্রস্তুতি নিচ্ছেন রিঙ্কু সিং। ইতিমধ্যেই KKR (Kolkata Knight Riders) তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দলের প্র্যাকটিস সেশনের ছবি শেয়ার করেছে। ওই ছবিগুলোতে রিঙ্কুকে মনোযোগ দিয়ে ব্যাটিং করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: গজব বেইজ্জতি! এই কারণে পাকিস্তানকে “ব্যান” করল FIFA, লাটে উঠল পড়শি দেশের ফুটবল

জানিয়ে রাখি যে, রিঙ্কু সিং ২০২৩ সালের IPL-এ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মাধ্যমে ঝড় তুলেছিলেন। তবে, গত বছরের মরশুমে তিনি খুব একটা নজর কাড়তে পারেননি। গত বছরের IPL-এ এই তরুণ ব্যাটার ১৪ টি ম্যাচ খেলে ১৮.৬৮ এভারেজে ১৬৮ রান করেছিলেন. যার মধ্যে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২৬ রান। তবে, রিঙ্কুর দল KKR ওই বছর এই টুর্নামেন্টে বাজিমাত করেন। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের জন্য ট্রফি দখল করে KKR (Kolkata Knight Riders)।

আরও পড়ুন: “শূন্যের ডাবল হ্যাটট্রিক করেছে”, দিল্লি দখল করে কংগ্রেসকে ধুয়ে দিলেন মোদী, বাদ গেলনা আপ-ও

প্রসঙ্গত উল্লেখ্য যে, IPL ২০২৫-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে ২১ জন খেলোয়াড় রয়েছে। যেখানে বরুণ চক্রবর্তী থেকে শুরু করে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এবং সুনীল নারিনের মতো একাধিক শক্তিশালী খেলোয়াড় রয়েছেন। তাই, আসন্ন IPL-এ KKR (Kolkata Knight Riders)-এর পারফরম্যান্সের দিকেও নজর থাকবে ক্রিকেট অনুরাগীদের।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর