PSL-এর প্রথম ম্যাচেই বিপত্তি! স্টেডিয়ামে আগুনের ভয়ে খেলা বন্ধ রইলো দীর্ঘক্ষণ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল ভারতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম মহিলা আইপিএলের (WPL) অকশন। গোটা বিশ্বের নজর ছিল এই অকশনে মহিলা ক্রিকেটাররা কেমন দাম পান সেই বিষয়টির দিকে। শুধুমাত্র ক্রিকেট বিশ্বের পাকিস্তানেরই নজর ছিল না এই দিকে। প্রথমত পুরুষ আইপিএলের মতোই মহিলা আইপিএলেও অংশ নিতে পারছেন না পাক ক্রিকেটাররা। দ্বিতীয়ত কাল থেকে আরম্ভ হয়েছে পাকিস্তান সুপার লিগ ২০২৩ (PSL 2023)। তাই ওয়াঘার ওপারের ক্রিকেটপ্রেমীরা নজর রেখেছিলেন নিজেদের দেশের টি-টোয়েন্টি লিগেই।

কিন্তু শুরুর দিনই চরম বিপত্তির সম্মুখীন হল পিএসএল। খেলা আরম্ভ হল প্রায় ৩০ মিনিট দেরিতে। কারণটা অবশ্য ছিল মারাত্মক। উদ্বোধনী অনুষ্ঠানের সময় ফাটানো বাজিগুলি থেকে আগুন ধরে যায় স্টেডিয়ামের ফ্লাড লাইটে। সেই মারাত্মক ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে দমকল সেখানে সময় মত পৌঁছে যায় এবং প্রায় ৩০ মিনিট সময় নিয়ে তারা পরিস্থিতি স্বাভাবিক করে দেয়।

ওই ঘটনার ভিডিও দেখে অনেকেই আতঙ্কিত হলেও এখনো অবধি কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শুধুমাত্র টুর্নামেন্ট আয়োজনকারীদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর সেই প্রশ্ন তুলছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাই। যদি আয়োজনকারীরা এটিকে একটি ব্যতিক্রমী দুর্ঘটনা বলে দায় এড়িয়েছেন।

পিএসএলের প্রথম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল লাহোর কোয়াল্যান্ডার্স এবং মুলতান সুলতান। মহম্মদ রিজওয়ানের মুলতান টসে জিতে ফখর জামানের লাহোরকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল। ফখরের ৪২ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ১৭৫ রান তুলেছিল গতবারের চ্যাম্পিয়নরা।

এরপর শান মাসুদ ও মহম্মদ রিজওয়ান দুর্দান্ত ভাবে রান তাড়া করতে শুরু করেছিল। তাদের মধ্যে ১০০ রানের একটি পার্টনারশিপ হয়। কিন্তু শাহিন আফ্রিদি মহম্মদ রিজওয়ানকে আউট করার পরেই মিডল অর্ডার পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে যায়। শেষপর্যন্ত মরিয়া লড়াই করেও লাভ হয় না এবং ১ রানের ব্যবধানে হারতে হয় মুলতানকে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর