পকেটে পড়বে টান! পেট্রোল-ডিজেলের দাম একলাফে ৪ টাকা বাড়াল রাজ্য সরকার, মাথায় হাত গ্রাহকদের

বাংলা হান্ট ডেস্ক: এবার একলাফে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price) লিটার প্রতি ৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, এখন পেট্রোল ও ডিজেল কিনতে প্রতি লিটারে ৪ টাকা বেশি খরচ করতে হচ্ছে গ্রাহকদের। জানিয়ে রাখি যে, দেশের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে পেট্রোলের পাশাপাশি ডিজেলের দামে এই বৃদ্ধি ঘটানো হয়েছে।

লাফিয়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Petrol- Diesel Price):

গত বুধবার মিজোরামের কর মন্ত্রী ডঃ ভ্যানলালথালনা এই তথ্য জানিয়েছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, পেট্রোল এবং ডিজেলের দামের (Petrol- Diesel Price) এই বৃদ্ধি সামাজিক পরিকাঠামো এবং রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে করা হয়েছে।

 The state government increased petrol-diesel price.

জনগণের কল্যাণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে: মন্ত্রী বলেন, “সরকার সামাজিক পরিকাঠামো এবং পরিষেবা কর (সেস)-এর জন্য পেট্রোল এবং ডিজেলের দামের (Petrol- Diesel Price) প্রতি লিটারে ২ টাকা এবং রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য প্রতি লিটারে ২ টাকা করে নতুন শুল্ক আরোপ করেছে।” মন্ত্রী বলেন যে, নতুন দাম ইতিমধ্যেই গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। মূলত, জনগণের কল্যাণের কথা ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ক্রমশ বাড়ছে আম্বানির দাপট! এবার এই প্ল্যান্ট স্থাপনের জন্য Reliance-কে ৩,৬২০ কোটি টাকা দেবে সরকার

২০২১ সালের তুলনায় পেট্রোল এবং ডিজেলের দাম: ডঃ ভ্যানলালথালনা বলেছেন যে, প্রতি লিটারে মোট ৪ টাকা বৃদ্ধি এবং সম্প্রতি ভ্যাট শুল্ক বৃদ্ধি সত্বেও মিজোরামে পেট্রোল এবং ডিজেলের বর্তমান দাম ২০২১ সালের দামের তুলনায় কম রয়েছে। জানিয়ে রাখি যে, মিজোরাম সরকার সম্প্রতি পেট্রোলের দামের ওপর ভ্যাট ৫.২৩ শতাংশ থেকে ১০ শতাংশ এবং ডিজেলের দামের ওপর ১৬.৩৬ শতাংশ থেকে ১৮ শতাংশ বৃদ্ধির প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

আরও পড়ুন: সচিন-ধোনিকে টপকে গিয়ে “বিরাট” নজির কোহলির, দিলেন সর্বোচ্চ ট্যাক্স, পরিমাণ জানলে চমকে যাবেন

পেট্রোল এবং ডিজেলের নতুন দাম: প্রসঙ্গত উল্লেখ্য, মিজোরাম সরকারের পেট্রোল ও ডিজেলের এই সর্বশেষ দাম (Petrol- Diesel Price) বৃদ্ধির পর, রাজধানী আইজলে ১ লিটার পেট্রোলের বর্তমান দাম হয়েছে ৯৯.২৪ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে পৌঁছেছে ৮৮.০২ টাকা। এই দাম বৃদ্ধির আগে সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ছিল ৯৩.৯৩ টাকা এবং ডিজেলের দাম ছিল প্রতি লিটারে ৮২.৬২ টাকা। জানিয়ে রাখি যে, ওই রাজ্যে বর্তমানে “জোরাম পিপলস মুভমেন্ট” পার্টি ক্ষমতায় রয়েছে। যারা মিজোরামে গত বছর সম্পন্ন হওয়া বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর