বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) কটাক্ষ করে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ধার করে রাজ্য চালাচ্ছেন বলেও বিঁধলেন মুখ্যমন্ত্রীকে। মোদী সরকারের দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিক বৈঠকে আমফান প্রসঙ্গ তুলে এমন উক্তি করলেন দিলীপ ঘোষ।
আমফানের ক্ষতির পরিমাণ
করোনার আতঙ্কের মাঝেই ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ সুপার সাইক্লোন আমফানের পরবর্তী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, দুই ২৪ পরগনা, কলকাতা একেবারে শেষ হয়ে গেছে। নবান্নের ক্ষতির পাশাপাশি গোটা রাজ্যের এক বিশাল ক্ষতির একটা অনুমান নির্ভর খতিয়ানও দিয়েছিলেন তিনি। সেই মতো জেলা প্রশাসনগুলির কাছে ক্ষতির বিস্তারিত চেয়ে পাঠানো হয়েছিল।
মমতাকে আক্রমণ দিলীপের
গতকালের সাংবাদিক বৈঠকে সেই বিষয়কে উত্থাপিত করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন, ”আমফানের দিনই মুখ্যমন্ত্রী নবান্নের ১৪ তলা থেকে বলেছিলেন ঠিক কত কী ক্ষতি হয়েছে। কিন্তু মুখ্যসচিব জেলা প্রশাসকদের কাছ থেকে আজকের মধ্যে সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছেন। সমস্ত ক্ষতির সঠিক পরিমাণ না জেনেই সেদিন তাহলে উনি কি করে ক্ষতির পরিমাণ বললেন?’
আমফান পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন-সহ একাধিক কাজের জন্য ঘোষিত প্যাকেজের বিষয়েও সমালোচনা করতে ছাড়েন না দিলীপ ঘোষ। তিনি বললেন, ‘আমফান মোকাবিলায় মুখ্যমন্ত্রী ৬৫০০ কোটি টাকা প্যাকেজ ঘোষণা করছেন। কিন্তু সেই টাকা কোথা থেকে আসবে, তাঁর ঠিক নেই। একদিকে তিনি ধার করে রাজ্য চালাচ্ছেন, আর অন্যদিকে বড় বড় প্যাকেজ ঘোষণা করছেন!”
প্রশংসা করেন প্রধানমন্ত্রীর
সাংবাদিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর সমালোচনা করার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন কাজের প্রশংসাও করেছেন। এই সময়কালে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন কর্মসূচী নিয়েও আলোচনা করেন তিনি। এছাড়া তিনি এও বলেন, প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তা ভাবনা এবং সঠিক পরিকল্পনার কারণেই আজকের দিনে ভারতে করোনা সংক্রমণের হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম।