বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের (Australia-New Zealand) মধ্যে ওয়েলিংটনে চলা প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ১৭২ রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এর ফলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। এদিকে, নিউজিল্যান্ডের এই শোচনীয় পরাজয়ের ফলে দারুণ সুবিধা পেয়েছে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। মূলত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সর্বশেষ পয়েন্ট টেবিলে রোহিতের বাহিনী এক নম্বরে উঠে এসেছে। এদিকে, ওয়েলিংটনে হারের ফলে নিউজিল্যান্ড দল প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে।
নিউজিল্যান্ডের হারের বড় সুবিধা পেয়েছে ভারত: এমতাবস্থায়, সামগ্রিকভাবে অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের হারের ফলে অনেকটাই সুবিধা হয়েছে টিম ইন্ডিয়ার। ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ১৭২ রানে হেরে যাওয়ার পর নিউজিল্যান্ডের খাতায় এখন মাত্র ৬০ শতাংশ পয়েন্ট বাকি রয়েছে।
INDIA MOVES TO NUMBER 1 IN THE WTC POINTS TABLE 🇮🇳
– Rohit & boys eyeing for WTC 2025…!!! pic.twitter.com/0qrDQR9KDR
— Johns. (@CricCrazyJohns) March 3, 2024
এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সর্বশেষ পয়েন্ট টেবিলে প্রথম স্থানে থাকা টিম ইন্ডিয়ার বর্তমানে ৬৪.৫৮ শতাংশ পয়েন্ট রয়েছে। এদিকে, আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তারা রয়েছে তৃতীয় স্থানে। পাশাপাশি, অস্ট্রেলিয়ার রয়েছে ৫৯.০৯ শতাংশ পয়েন্ট।
আরও পড়ুন: ঈশান-শ্রেয়সকে ঘিরে বিতর্কের আবহে এবার এন্ট্রি মহারাজের! জয় শাহকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ
নিউজিল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া: প্রসঙ্গত উল্লেখ্য যে, ওই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া টসে হেরে প্রথমে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৩৮৩ রান করে। এরপর অস্ট্রেলিয়ার বোলাররা নিউজিল্যান্ড দলকে প্রথম ইনিংসে ১৭৯ রানে অলআউট করে। প্রথম ইনিংসের ভিত্তিতে ২০৪ রানের লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া। এদিকে, নিউজিল্যান্ডের বোলাররা দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৬৪ রানে অলআউট করে দেয়।
আরও পড়ুন: অনন্তের মন ছুঁয়ে যাওয়া বক্তৃতায় আবেগে ভাসলেন আম্বানি! ভিজে এল চোখ, কি এমন বললেন তিনি?
ওয়েলিংটন টেস্ট জিততে নিউজিল্যান্ডকে ৩৬৯ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। ওই রান তাড়া করতে নেমে ১৬৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন এই ম্যাচে ১০ উইকেট নেন। পাশাপাশি, অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এই ম্যাচে মোট ২০৮ রান করেন।