সুপারহিট দুর্গাপুজোয় লাভের নয়া নজির রেলের! শিয়ালদহের একদিনের আয়ের পরিসংখ্যান চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক: পুজোর (Durga Puja) ভরপুর আনন্দে মেতে উঠেছে বাংলা (West Bengal)। মহালয়ার পর থেকেই শহর কলকাতা জুড়ে ঠাকুর দেখার ভিড় পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, রাত বৃদ্ধির সাথে সাথেই পাল্লা দিয়ে ভিড় বাড়ছে জনতার। পুজোর এই কটা দিন তাই জমজমাট রাজ্য। এদিকে, এই সময়ে যাত্রীদের চাপ সুষ্ঠুভাবে সামাল দিতে বড় পদক্ষেপ গ্রহণ করা হয় গণপরিবহণের মাধ্যমগুলিতে। এমতাবস্থায়, এবার একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে।

জানা গিয়েছে যে, এবারের দুর্গাপুজোতে বিরাট লক্ষ্মীলাভ ঘটছে রেলের। এই সংক্রান্ত তথ্যও প্রকাশ্যে এসেছে। যে পরিসংখ্যান জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রত্যেকেই। আসলে, এই পুজোর সময়ে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দুর্গাপুজো উপলক্ষ্যে শহর কলকাতার দিকে পাড়ি দেন।

The statistics of Sealdah's one day earnings will surprise you

আর সেই কারণেই উত্তর কলকাতা থেকে দক্ষিণ এবং মধ্য কলকাতায় এই কটা দিন ভিড় উপচে পড়ে। এমতাবস্থায়, অধিকাংশজন যাতায়াতের ক্ষেত্রে বেছে নেন রেলপথকে। ঠিক এই আবহেই শিয়ালদহ ডিভিশনকে নিয়ে সামনে এসেছে বড় তথ্য। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

আরও পড়ুন: বেকারদের জন্য খুলে গেল ভাগ্য! বিপুল পদে নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার, এভাবে করুন আবেদন

জানা গিয়েছে যে, ইতিমধ্যেই পুজোর এই কয়েকটা দিনেই তুমুল লাভের সম্মুখীন হয়েছে রেল। এমনিতেই এই বছর পুজো উপলক্ষ্যে বেশ কিছু স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেছিল রেল। যা এই লাভের পথ আরও প্রশস্ত করেছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, শুধুমাত্র চতুর্থীর দিনই  শিয়ালদহ ডিভিশনে ১৯ লক্ষ ৭৬ হাজারের বেশি যাত্রী ট্রেনে চড়েছিলেন।

আরও পড়ুন: ১ কিমি যেতে কত ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয় ট্রেনের? জানলে হয়ে যাবেন “থ”

যার ফলে শুধুমাত্র ওইদিন শিয়ালদহ ডিভিশন থেকে পূর্ব রেলের উপার্জন হয়েছে প্রায় ২ কোটি টাকা। নির্দিষ্টভাবে এই বিপুল অঙ্কটি হল ১ কোটি ৮০ লক্ষ ৬৪ হাজার ৩৩৫ টাকা। এমতাবস্থায়, আমরা যদি গত বছরের এই পরিসংখ্যানের দিকে তাকাই সেক্ষেত্রে এটি ছিল ১.৫ কোটি টাকার কিছু বেশি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর