করোনা আতঙ্কে বড়সড় ধস শেয়ার বাজারে

বাংলাহান্ট ডেস্কঃ একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল বাজার। কিন্তু আজ সকালে বাজার খুলতেই ফের একবার হোঁচট খেল। সেনসেক্স ২ হাজার পয়েন্ট এবং নিফটি ৫৭৬ পয়েন্ট পড়ল পাশাপাশি ব্যাঙ্ক (৫.৫ শতাংশ), আইটি (৩.৫০ শতাংশ)-সহ একধিক সেক্টরে নজিরবিহীন পতন হয়েছে।

গত শুক্রবার সেনসেক্স এবং নিফটি ১০ শতাংশ পড়ে যাওয়ায় সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় শেয়ার বাজার। কিন্তু তারপর আবার বাজার খুলতেই আশার আলো দেখিয়ে উর্দ্ধমুখী হয় সেনসেক্স এবং নিফটি।

market down gettyimages 638610308

সোমবার প্রায় সব ব্যাঙ্কের শেয়ার দর নীচে নামলেও উর্দ্ধমুখী ইয়েস ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার অংশদারি ও স্টেট ব্যাঙ্কের বেশ কিছু পদক্ষেপের দরুন ইয়েস ব্যাঙ্ককে চাঙ্গা দেখা গিয়েছে। বর্তমানে কয়েক হাজার কোটি টাকা তছরূপের কারনে জর্জরিত ইয়েস ব্যাঙ্কের তদারকির দায়িত্বে রয়েছে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় তার ব্যাপক প্রভাব পড়েছে সব দেশের শেয়ার সূচকেই। ডিসেম্বরে ব্যারেল প্রতি ৬৬ ডলার দাম ছিল ব্রেন্ট ক্রুডের।যা ৬ মার্চ এক ধাক্কায় পড়ে  ব্যারেল প্রতি ৪৫ ডলার দাঁড়ায়।  তেলের দামের পতনে রাশ টানতে উৎপাদন কমানো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় ওপেক এবং সহযোগী দেশগুলি। তেলের কমে যাওয়ার ভারতে ইতিবাচক প্রভাব পড়েছে। যদিও টাকার নিরিখে ডলারের দামও বাড়ছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।চীন এবং দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সাময়িক উন্নত হলেও ইরান ও ইতালিতে মৃত্যু মিছিল বাড়ছেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে বিশাল-বিশাল গণকবর খোঁড়া  হয়েছে। এমনকি দেশের অনেক স্কুল, অফিস, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ১০৮ ছাড়িয়েছে। মারা গিয়েছেন ২ জন।

সম্পর্কিত খবর