বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সংখ্যা এখন যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। তবে, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির একটা বিষয় থাকলেও সঠিক শেয়ার নির্বাচন করে তাতে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবানও। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) একটি কোম্পানির শেয়ারের বিষয়ে জানাবো। যেটি ইতিমধ্যেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছে।
ঝড় তুলল আম্বানির (Mukesh Ambani) এই কোম্পানির স্টক:
প্রসঙ্গত উল্লেখ্য যে, আম্বানির (Mukesh Ambani) এমন একাধিক কোম্পানি রয়েছে যাদের শেয়ারগুলি পেনি ক্যাটাগরিতে পড়ে। তার মধ্যে অন্যতম একটি হল শেয়ার ডেন নেটওয়ার্ক লিমিটেডের। গত সপ্তাহে এই কোম্পানির শেয়ার যথেষ্ট বিক্রি হয়েছে। তবে, গত শুক্রবার ডেন নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার বিনিয়োগকারীদের যথেষ্ট আকৃষ্ট করেছে। ট্রেডিংয়ের সময়ে, শেয়ারের দাম ৩ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৪১.৬০ টাকায়। ট্রেডিং শেষে, এই শেয়ার ২.৯৮ শতাংশ বেড়ে ৪১.৫০ টাকায় ছিল। জানিয়ে রাখি যে, DEN নেটওয়ার্কের শেয়ার গত ২৬ ডিসেম্বরে ৪০.০২টাকার সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল। এটি ছিল এই শেয়ারের ৫২-সপ্তাহের সর্বনিম্ন স্তর। অপরদিকে, এই শেয়ারটি২০২৪ সালের জানুয়ারিতে ৬৯.৪০ টাকায় পৌঁছেছিল। যেটি ছিল এই শেয়ারের ৫২-সপ্তাহের সর্বোচ্চ স্তর।
কার কত অংশীদারিত্ব: জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে। ডেন নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারহোল্ডিং প্যাটার্ন সম্পর্কে বলতে গেলে জানাতে হয়, এতে পাবলিক শেয়ারহোল্ডিং রয়েছে ২৫ শতাংশ। প্রোমোটারের রয়েছে ৭৪.৯০ শতাংশ। এর প্রোমোটার গ্রুপের মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইনভেস্টমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড, জিও ফিউচারিস্টিক ডিজিটাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড এবং নেটওয়ার্ক 18 মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। এর পাশাপাশি রিলায়েন্স ভেঞ্চারস লিমিটেড এবং জিও টেলিভিশন ডিস্ট্রিবিউশন হোল্ডিংস প্রাইভেট লিমিটেডেরও এই কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে।
আরও পড়ুন: দাবার দুনিয়ায় অপ্রতিরোধ্য ভারত! ইতিহাস গড়লেন কোনেরু হাম্পি, দ্বিতীয়বার হলেন বিশ্ব চ্যাম্পিয়ন
কবে, কত ফেরত: মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি ডেন নেটওয়ার্কের শেয়ার দীর্ঘদিন ধরে বিক্রির মুডে রয়েছে। BSE সূচকে এই কোম্পানির রিটার্ন সম্পর্কে বলতে গেলে জানাতে হয় সেনসেক্সের তুলনায় এটি ১ মাসে প্রায় ৮ শতাংশ কমেছে। এদিকে, ৩ মাসে প্রায় ২২ শতাংশ কমেছে। এছাড়া ৬ মাস ও ১ বছরের ব্যবধানেও এই শেয়ারে দরপতন ঘটেছে।
আরও পড়ুন: প্রকাশ পেল TreaSure-NFT-র 2024 Annual Summary, একনজরে দেখে নিন সম্পূর্ণ বিবরণ
সেনসেক্স-নিফটির অবস্থা: প্রসঙ্গত উল্লেখ্য যে, শুক্রবার, BSE-তে ৩০-শেয়ারের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ২২৬.৫৯ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ৭৮,৬৯৯.০৭-এ বন্ধ হয়েছে। লেনদেনের এক পর্যায়ে, এটি ৫৭০.৬৭ পয়েন্ট লাফিয়ে ৭৯,০৪৩.১৫-এ পৌঁছে যায়। এদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) স্ট্যান্ডার্ড সূচক নিফটিও ৬৩.২০ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে ২৩,৮১৩.৪০-তে পৌঁছেছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার মার্কেটে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, এখানে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন।)