ব্রিটেন মহাকাশ যান ল্যান্ডার বিগল ২ – খোঁজ মিলেছিল ১১ বছর পর।

 

 

বাংলা হান্ট ডেস্ক: এতটা পথ যাত্রা করার পর চাঁদের থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ইসরোর। হতাশ হয় দেশবাসী। কিন্তু রবিবারই অরবিটরের তোলা থার্মাল ইমেজে জানা গিয়েছিল, চাঁদের বুকেই রয়েছে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম। সোমবার ইসরো প্রধান কে. শীভান জানান, অক্ষত অবস্থাতেই চাঁদের জমিতে আছে বিক্রম।  বিক্রমের কোনও ক্ষতি হয়নি। সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে ইসরো। তবে বিক্রমের নির্ধারিত কাজ কতটা সফল ভাবে করতে পারবে তা নিয়ে এখনও নিশ্চিত নয় ইসরো।চেষ্টা করা হচ্ছে যোগাযোগ স্থাপনের।

IMG 20190910 113128

তবে বিক্রম ই প্রথম নয়।এর আগেও মহাকাশে গায়েব হয়ে গিয়েছিল ল্যান্ডার ৷ তবে আশ্চর্যজনক ভাবে ১১ বছর পর খোঁজ মিলেছিল তার ৷ ব্রিটেনের মহাকাশযানের ল্যান্ডার৷২০০৩ সালে ব্রিটেনের মার্স মিশনের জন্য মার্স ল্যান্ডার বিগেল ২ লঞ্চ করা হয়েছিল ৷ মিশন লঞ্চ হওয়ার পর ২৫ ডিসেম্বর ২০০৩ সালে মঙ্গলে ল্যান্ড করার কথা ছিল ৷ কিন্তু সেই দিন থেকেই বিগেল ২ এর সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ৷ এবং একাধিকবার চেষ্টা করার পরও সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়নি ৷ ১১ বছর পর নাসার একটি অরবিটার মার্সের কক্ষপথে ঘুরতে ঘুরতে  তার High Resolution ক্যামেরা দিয়ে বিগেল ২ এর বেশ কিছু ছবি পাঠিয়েছিল ৷ এই ছবি থেকে জানা যায় যে ওই ল্যান্ডারের যেখানে ল্যান্ড হওয়ার কথা ছিল সেখান থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে পড়ে রয়েছে ৷ ১১ বছর পর খোঁজ পাওয়ায় রীতিমত অবাক হয়ে ছিলেন বিজ্ঞানীরা।

 


সম্পর্কিত খবর