স্বপ্নীল থেকে সাইশা হয়ে ওঠার গল্প, ঠিক কতটা কঠিন ছিল এই জার্নি

   

বাংলা হান্ট ডেস্ক : তিনি পেশায় ফ্যাশন ডিজাইনার (Fashion Designer)। তাঁর তৈরি করা পোশাক পড়ে তাক লাগিয়েছেন বলিউডের (Bollywood) সব সুন্দরীরাই। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন সহ সকলেই সেজে উঠেছেন তাঁর পোশাকে। তিনি স্বপ্নীল শিন্ডে (Swapnil Shinde)। যদিও বর্তমানে পরিচয় বদলেছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে তিনি পরিচয় করিয়েছেন সাইশার (Saisha Shinde)। আর সেই থেকেই চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছেন এই ফ্যাশন ডিজাইনার।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখে চমকে উঠেছিলেন সকলেই। আসলে তিনি নিজেই স্বপ্নীল থেকে হয়ে উঠেছিলেন সাইশা। সকলের সঙ্গে নিজেকে ট্রান্স জেন্ডার ওমেন হিসেবে পরিচয় করান তিনি। এরপর কেটে গিয়েছে লম্বা একটা সময়। সাইসা রুপেই মনোযোগ দিয়ে কাজ করে চলেছেন তিনি।

Swapnil Shinde

সম্প্রতি তাঁকে দেখা দিয়েছে ল্যাকমি ফ্যাশন উইক রিয়েলিটি শোতে। সেখানেও নিজেকে সাইশা রূপেই সাজিয়ে তোলেন স্বপ্নীল। এই প্রথমবার ট্রান্স ডিজাইনার হিসেবে ঐতিহ্যবাহী এই শোতে ফ্যাশন কালেকশন প্রদর্শন করেন তিনি। ডিজাইনের মাধ্যমে তুলে ধরেন কাশ্মীরকে।

Swapnil Shinde

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে তিনি জানান, ‘আমি ভীষণ ভয়ে ছিলাম। আমি আগে থেকেই জানতাম সকলের নজর থাকবে আমার ওপরেই। যদিও আমি ভীষণ খুশি যে আমার গোটা টিম আমাকে প্রতিটা মুহূর্ত সাপোর্ট করে চলেছে। যেকোনো কঠিন কাজকে সহজেই করে নেওয়া যায় একটা ভালো টিম থাকলে’।

Swapnil Shinde

উল্লেখ্য, বিগত দু’বছর আগে সোশ্যাল মিডিয়ায় স্বপ্নীল ওরফে সাইশা জানিয়েছিলেন, NIFT- তে যোগদান করার পরেই নাকি বদলে গিয়েছে তাঁর জীবন। সেই সময় সবেমাত্র কুড়ি পার করেছেন তিনি। একটা সময় তিনি ভাবতেন তিনি হয়তো সমকামী। যদিও পরে তিনি উপলব্ধি করেন, সমকামী নয় তিনি রূপান্তরকামী। এরপরেই সকলের সঙ্গে সাইশার পরিচয় করান তিনি নিজেই।

Avatar
additiya

সম্পর্কিত খবর