বাংলা হান্ট ডেস্ক: ভারত (India National Cricket Team) ও নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী বৃহস্পতিবার থেকে পুণেতে হবে। ওই ম্যাচে, টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে কোন কোন খেলোয়াড় সুযোগ পেতে পারেন এবং কাকে কাকে বাদ দেওয়া যেতে পারে তা নিয়ে অনেক আলোচনা চলছে। পাশাপাশি, সামনে আসছে বিভিন্ন জল্পনাও।
টিম ইন্ডিয়ায় (India National Cricket Team) সুযোগ পাবেন এই তারকা খেলোয়াড়:
এদিকে, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন সম্পর্কে এবার একটি বড় ইঙ্গিত পাওয়া গেছে। মূলত, ভারতীয় দলের প্র্যাকটিস সেশন থেকে যে ছবিগুলি সামনে এসেছে তা দেখে মনে হচ্ছে শুভমান গিল দ্বিতীয় টেস্ট ম্যাচের প্লেয়িং ইলেভেনের অংশ হতে পারেন।
Shubman Gill might be back in the XI as he was spotted batting in the nets in Pune #ShubmanGill #India #INDvsNZ pic.twitter.com/o4vO4CiHNP
— Cricbuzz (@cricbuzz) October 22, 2024
যখন বেঙ্গালুরুতে ভারত (India National Cricket Team) এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল, শুভমান গিল বাদ পড়েছিলেন। সেই সময়ে অধিনায়ক রোহিত শর্মা একটি আপডেট দিয়েছিলেন যে, শুভমান গিল পুরোপুরি ফিট নন এবং সেই কারণেই তাঁকে খেলানো হয়নি। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান এবং তিনি দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ১৫০ রান করেন। তবে, পুণে টেস্ট ম্যাচের আগে অনুশীলন করতে দেখা গেছে শুভমান গিলকে। ক্রিকবাজের আপডেট অনুযায়ী, শুভমান গিল অনুশীলন করেছেন এবং এর কারণে প্লেয়িং ইলেভেনে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়েছে।
দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়াতে (India National Cricket Team) বড় পরিবর্তন হতে পারে: উল্লেখ্য যে, দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্তির জন্য একাধিক খেলোয়াড়ের বাম সামনে আসছে। ওয়াশিংটন সুন্দরকেও দলে যুক্ত করা হয়েছে এবং তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। এদিকে, শুভমান গিল পুরোপুরি ফিট থাকলে তিনিও খেলতে পারবেন। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে অন্তত দু’টি পরিবর্তন হতে পারে। তবে, কেএল রাহুলকে খেলানো হবে কি না তা নিয়ে অনেক আলোচনা চলছে। কারণ গত ম্যাচে তিনি চূড়ান্ত ফ্লপ হয়েছেন।
আরও পড়ুন: রতন টাটার স্বপ্নের “Nano” এখন কোথায়? কতই বা হয়েছে দাম? জানলে হবেন অবাক
একই সঙ্গে দলের সহকারী কোচ রায়ান টেন দশখাতেও কেএল রাহুলের খেলা নিয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে টিম ম্যানেজমেন্ট কেএল রাহুলের ফর্ম নিয়ে চিন্তিত নয় এবং কোচ গৌতম গম্ভীর কেএল রাহুলকে আরও দীর্ঘ সুযোগ দিতে চান। এমতাবস্থায়, দ্বিতীয় টেস্টে প্লেইং ইলেভেনে কারা সুযোগ পান সেটাই এখন দেখার বিষয়।