একসময় পেট চালাতে ফুচকা বিক্রি করত এই ক্রিকেটার, কোটিপতি বানিয়ে দিল IPL

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যশস্বী জয়সওয়াল আজ ভারতীয় ক্রিকেটে এক পরিচিত নাম। কার্যত সকলেই রাজস্থান রয়েলসের ওপেনিং ব্যাটারকে চেনেন তার আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটিংয়ের জন্য। অনূর্ধ্ব ১৯ দল থেকে থেকে উঠে আসা ক্রিকেটের এই ভাবি তারকা এখন আইপিএলের জনপ্রিয় খেলোয়াড় হলেও জীবনের লড়াইটা মোটেই সহজ ছিল না যশস্বীর জন্য। যশ অর্জন করতে বহু কৃচ্ছসাধন করতে হয়েছে উত্তরপ্রদেশের যশস্বীকে।

মাত্র ১১ বছর বয়সেই চোখে ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে চলে এসেছিলেন তরুণ যশস্বী জয়সওয়াল। কিন্তু ছোটবেলা থেকেই চরম দারিদ্র্য ছিল তার সঙ্গী, আর সেই কারণেই পেট চালাতে আজাদ ময়দানে রাম লীলার সময় ফুচকা এবং ফল বিক্রি করতেন তিনি। কিছুদিন কাজ করেছেন একটি ডেয়ারিতেও। কিন্তু সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়। এমনও দিন গেছে যখন খালি পেটেই কেটে গেছে যশস্বীর। তবে এরপর আজাদ ময়দানের একটি ক্লাব তার পাশে এগিয়ে আসে। ক্লাবের একটাই শর্ত ছিল, যদি ভালো খেলেন যশস্বী তাহলেই ক্লাবের তাঁবুতে শুতে পারবেন তিনি।

এসময় তাঁবুতে রুটি বানানোর কাজও করেছেন এই ওপেনিং ব্যাটার। সেখানেই খাওয়া-দাওয়ার সমস্যা মেটে যশস্বীর, একই সঙ্গে হাত খরচের জন্য হারিয়ে যাওয়া বল কুড়িয়ে আনতেন তিনি। আজাদ ময়দানে প্রায়ই বল হারিয়ে যায়, আর সেই বলগুলো খুঁজে আনার জন্য কিছু পয়সা দেওয়া হত যশস্বী জয়সওয়ালকে। এমনই এক খেলা চলাকালীন কোচ জোয়ালা সিংহের চোখে পড়ে যান তিনি। তারপর থেকে অবশ্য আর ফিরে তাকাতে হয়নি জয়সওয়ালকে। এই কোচ সম্পর্কে বলতে গিয়ে যশস্বী নিজেও বলেন ‘আমি ওনার দত্তক পুত্র’।

এরপর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুযোগ পেয়ে ভারতের হয়ে একটি শতরান এবং চারটি অর্ধশতরান সহ মোট ৪০০ রান করেন যশস্বী জয়সওয়াল। তবে সকলের নজরে তার নাম উঠে আসে যখন বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচে ঝাড়খণ্ডের বিপক্ষে মাত্র ১৫৪ বলে ২০৩ রানের ঝড়ো ইনিংস খেলে সকলকে চমকে দেন ১৭ বছরের এই যুবক। এর পরেই তাকে ২.৪০ কোটি টাকায় কিনে নেয় রাজস্থান রয়েলস। তবে কোটিপতি এই খেলোয়াড়ের জীবন শুরুতে যে কতখানি কঠিন ছিল তার প্রমান এই কাহিনী।

X