প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে চিঠি দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার! অবাক করা উত্তর দিলেন মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত ৩০ ডিসেম্বর ২০২২-এ প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মা হীরাবেন মোদী (Heeraben Modi)। স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।

এদিকে, প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর পরেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। সকলেই ওই কঠিন সময়ে প্রধানমন্ত্রীকে সমবেদনা জানান। সেই তালিকায় রয়েছে বেঙ্গালুরুর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রও। শোকজ্ঞাপন করে সরাসরি প্রধানমন্ত্রীকেই চিঠি পাঠিয়েছিল সে। এমতাবস্থায়, ওই ছাত্রকে উত্তরও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

দ্বিতীয় শ্রেণির ছাত্র চিঠি লিখল মোদীকে: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিল আরুশ শ্রীবাস্তব। বেঙ্গালুরুর মল্লেশ্বরামের বাসিন্দা আরুশ নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েই ওই চিঠিটি লিখেছিল। যেখানের লেখা ছিল, “স্যার, নমস্কার। আমি টিভিতে দেখেছি যে আপনার মা ১০০ বছর বয়সে মারা গেছেন। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মায়ের আত্মার শান্তি পান।” গত ৩০ ডিসেম্বর আরুশ এই চিঠিটি লিখেছিল।

উত্তর দেন প্রধানমন্ত্রী: এদিকে, আরুশের এই চিঠির পরিপ্রেক্ষিতে উত্তরও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫ জানুয়ারি লেখা চিঠিতে প্রধানমন্ত্রী জানান, “শ্রী আরুশ শ্রীবাস্তব, তোমার সান্ত্বনার জন্য ধন্যবাদ। মা হারানোর ক্ষতি পূরণ করা যায় না। এই দুঃখের বর্ণনাও করা যায় না। তোমার চিন্তায় আমাকে রাখার জন্য ধন্যবাদ। এই ধরণের সমবেদনায় আমি শক্তি পাই।”

চিঠি শেয়ার করেছেন বিজেপি নেত্রী: ইতিমধ্যেই বিজেপি নেত্রী খুশবু সুন্দর এই দু’টি চিঠিই গত ১৫ ফেব্রুয়ারি একটি টুইট মারফত সামনে এনেছেন। যা ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে। খুশবু টুইটে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার চিঠির জবাব দিয়েছেন। এই ধরণের পদক্ষেপ একজনের পুরো জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই ধরণের কর্ম দ্বারা একটি ছোট শিশুকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়।” প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত খুশবু সুন্দরের টুইটে ১৮ হাজারেরও বেশি লাইক এসেছে। পাশাপাশি, নেটিজেনরাও প্রধানমন্ত্রী মোদীর এহেন উত্তরের প্রশংসাও করেছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X