বাংলাহান্ট ডেস্কঃ সামনেই আসছে দোল। কিন্তু দোলের আগের মিষ্টি মধুর বসন্ত হাওয়া উপভোগ করতে পারছে না কেউই। হালকা শীতের আমেজের সঙ্গে চলে এসেছে বর্ষা (Rain)। এই খামখেয়ালি বর্ষায় কোন পরিকল্পনাই ঠিকমতো করে উঠতে পারছে না কেউই। এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানাল, সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ (Thunderstorm) বৃষ্টিপাত চললেও নতুন সপ্তাহের শুরুতেই কিন্তু আবহাওয়ায় (weather) উন্নতির (Improvement) সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে (Bay of Bengal) বিপরীত ঘূর্ণাবর্ত (Whirlwind) সৃষ্টি হওয়ার ফলে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের জেরে এবার বসন্তেই (Spring) শুরু হবে বৃষ্টি (Rain) বলে আগে থাকতেই জানিয়েছিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা আগেই করেছিল আবহাওয়া দফতর। বাংলাদেশ (Bangladesh) ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। আবার বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। তবে আগামী ৩ দিন ঝড় বৃষ্টি হলেও, রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও, বেলার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ছিল। বৃহস্পতিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম ছিল। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা কমে গেছে। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল ৮.৫ মিলিমিটার। কিন্তু সেখানে বৃহস্পতিবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ কমে গিয়ে দাঁড়ায় মাত্র ০.৭ মিলিমিটার।
আবহবিদরা মনে করছেন দোলের আগেই আকাশ পরিস্কার হয়ে যেতে পারে। রবিবার থেকেই আকাশ অবস্থার উন্নতি হতে পারে বলে জানায় তারা।