বাংলাহান্ট ডেস্কঃ নির্যাতিতা মহিলার হাত থেকে রাখি পড়ে নিলেই জামিন পাবেন না অভিযুক্ত- এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট (supreme court)। যৌন হেনস্থার মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চের রাখা এমন শর্ত খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউলকার এবং এস রবীন্দ্রভাটের ডিভিশন বেঞ্চ।
অভিযুক্ত বিক্রম বাগরি নামে এক ব্যক্তি নামে তাঁর প্রতিবেশী মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। ঘটনার সুবিচার পেতে আদালতের দারস্থ হন নির্যাতিতা মহিলা। এই মামলায় অভিযুক্তের জামিনের জন্য মধ্যপ্রদেশ হাইকোর্ট শর্ত দিয়েছল- অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতিতা মহিলার বাড়ি গিয়ে রাখি পরে আসতে হবে।
নির্যাতিতা মহিলা এই রায়কে মেনে নিতে পারেননি। ওই মহিলার আইনজীবীরা জানান, আদালতের এই রায় মানসিক ভাবে দুর্বল করে দিচ্ছে ওই মহিলাকে। সেই কারণে তাঁরা সুবিচারের আশায় সুপ্রিম কোর্টের দারস্থ হয়। মধ্যপ্রদেশ হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়টি সম্পূর্ণরূপে খারিজ করে দেয় শীর্ষ আদালত।
বিচারপতিরা জানান, এই ধরনের কেসে বিচারক ও আইনজীবীদের সংবেদনশীল হতে হবে। যৌন নিগ্রহের মামলায় এই ধরণের চিন্তাভাবনা থেকে বেরোতে হবে। আর যদি আদালত এই রায় দেয়, তাহলে অন্যরা ধরেই নেবেন- এই ধরনের ঘটনাকে সঠিকভাবে গুরুত্ব দিচ্ছে না আদালত।
মধ্যপ্রদেশ হাইকোর্টের দেওয়া এই জামিনের শর্তকে চ্যালঞ্জ জানিয়েছিলেন নয়জন মহিলা আইনজীবী। তাদের আবেদনের জেরে এবং নির্যাতিতা মহিলার আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে, মধ্যপ্রদেশ হাইকোর্টের শর্তকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউলকার এবং এস রবীন্দ্রভাটের ডিভিশন বেঞ্চ।