বাংলাহান্ট ডেস্কঃ তালিবানরা (taliban) গোটা আফগানিস্তানের (afghanistan) দখল নেওয়ার পর সেদেশ থেকে নানা ধরনের ভাইরাল ভিডিও (viral video) প্রকাশ্যে এসেছে। কখনও দেখা গিয়েছে, আফগানিস্তানের কোন এক শিশুদের পার্কে দোলনায় চড়ে মজা করছে তালিবানি জঙ্গিরা, আবার দেখা গিয়েছে কাঁধে বন্দুক ঝুলিয়ে সরকারী দফতরে উদ্দাম নৃত্য করছে তালিবানীরা।
গত ৩১ শে আগস্ট আফগানিস্তান থেকে সম্পূর্ণ রূপে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার পর গোটা আফগানিস্তানে রাজ করে বেড়াচ্ছে তালিবান জঙ্গিরা। গঠন করেছে নতুন সরকার, জারী করছে নানারকম অন্যায্য ফতেয়া। তালিবানীদের শাসনের জেরে নাকাল হয়ে পড়ছে সেখানকার আফগান নাগরিকরা। একদিকে খাদ্য সংকট এবং অন্যদিকে তালিবানদের অত্যাচার, সবমিলিয়ে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে আফগান নাগরিকদের।
The graveyard of EMPIRES and their WAR MACHINES. Talibans have turned their planes into swings and toys….. pic.twitter.com/GMwlZKeJT2
— Lijian Zhao 赵立坚 (@zlj517) September 9, 2021
তবে এরই মধ্যে দেখা গিয়েছে, গোটা আফগানিস্তানের দখল নেওয়ার পর, আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে পড়েছে তালিবানি জঙ্গিরা। কি করছে, না করছে কোন ঠাহর করতে পারছে না তাঁরা। আনন্দের চোটে কি করবে ভেবেই পাচ্ছে না। যার কারণে নানারকম শিশু সুলভ আচরণ করতে দেখা যাচ্ছে তালিবানদের। দীর্ঘ ২০ বছর সেদেশের শাসন ভার ছিনিয়ে নিয়ে যেন, খুশিতে খানিকটা পাগল পাগল লাগছে তালিবানদের।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় তালিবানদের এক ভিডিও ভাইরাল হয়। যে ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের যুদ্ধমিবানের পাখায় দড়ি বেঁধে দোলনা বানিয়েছে তালিবান জঙ্গিরা। আর সেই তৈরি করা দোলনায় একজন জঙ্গি বসে দুলছেন এবং অন্য দুজন তাঁকে দোল দিচ্ছেন।
স্যোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন এক চীনা নাগরিক। এই ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।