সাধারণ বিয়োগও করতে পারছেন না শিক্ষক! ভাইরাল ভিডিও ঘিরে হাসির রোল

বাংলাহান্ট ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের (SSC) দুর্নীতির পর রাজ্য জুড়ে শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অনেক ক্ষেত্রে দেখা যায় এখনো এমন কিছু শিক্ষক (Teacher) শিক্ষকতা করছেন যারা সামান্য বাংলা টুকু ঠিক করে বলতে পারেন না অথবা ইংরেজি সাহিত্য পড়াতে চান না। কিছু কিছু জায়গায় আবার দেখা গেছে সেই অযোগ্য শিক্ষককে বদলি করার দাবিতে গোটা স্কুলে তালা বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে অভিভাবকরা। এসব ঘটনার মধ্যেই এবার সামনে এলো আরেকটি চাঞ্চল্যকর ভিডিও (Video)।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন শিক্ষক ক্লাসের ব্ল্যাক বোর্ডে সামান্য বিয়োগের অংকটুকু করতে পারছেন না। সেই সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন শিক্ষক ব্ল্যাক বোর্ডের সামনে সামান্য অংক করতে গিয়ে রীতিমত ভ্যাবাচ্যাকা খাচ্ছেন। শিক্ষকটি ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু একটি বিয়োগের অংকের সমাধান বের করতে পারছেন না। ৭০০২৩ থেকে ১২৯৭৬ এর সামান্য বিয়োগটি করতে পারছেন না তিনি। অংকটি দেখে রীতিমত স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন তিনি।

সেই ছড়িয়ে পড়া ভিডিওটিকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ক্লাস জুড়ে তখন হাসির রোল। কেউ কেউ আবার শিক্ষকের উদ্দেশ্যে বলছেন মোবাইল দেখে উত্তর দেবেন না। এই ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথেই আর একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে ছাত্ররা স্কুলের ভিতর মোবাইল নিয়ে প্রবেশ করে ভিডিও বানাচ্ছে! কেনই বা তারা শিক্ষকের উপর এই ধরনের চোটপাট করছে।

https://youtu.be/5-bBmTYx1y0

সূত্র থেকে জানা যাচ্ছে, এই কান্ডটি বাঁকুড়ার চড়ুইকুঁড় প্রাথমিক বিদ্যালয়ের । ওই শিক্ষকের নাম রাজীব কর দীক্ষিত। এই ব্যাপারটি নিয়ে তাকে ফোন করা হলে কোন রকম উত্তর দেননি। এছাড়াও সাংবাদিকদের সাথে অভদ্র আচরণ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর