বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন যেই শিক্ষিকারা, এবার তাঁরাই যোগ দিচ্ছেন তৃণমূলে

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকশো কিলোমিটার দূরে বদলির প্রতিবাদে গত ২৪ শে অগাস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে ধর্নায় বসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৫ জন শিক্ষিকা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছিল কলকাতার এনআরএস হাসপাতালে। এমনকি মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টেও। এরপর খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের বিজেপির এজেন্ট বলেও দাবি করেছিলেন। এবার তারাই যোগ দিতে চলেছেন তৃণমূল (tmc) শিবিরে।

কিছুদিন আগেই দূরে বদলির প্রতিবাদ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির পিছনে আদি গঙ্গায় নেমে প্রতিবাদ, এমনকি বিকাশ ভবনের সামনেও প্রতিবাদে অংশ নিয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। তাঁদের মধ্যে কয়েকজনকে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে সরাসরি উত্তরবঙ্গে কোচবিহারের দিনহাটায় বিভিন্ন স্কুলে বদলি করার প্রতিবাদে, বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শিক্ষিকা পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু। এবার তারাই যোগ দিতে চলেছেন তৃণমূলে।

1637318584 tmc reachers

এবিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেওয়ায়, আমরা আশ্বস্ত হই, ভরসা রাখছি। তবে বর্তমানে আমাদের লক্ষ্য কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব’।

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী লড়াই যে কোন সময়েই করা যায়। লড়াই, আলাপ চলতেই থাকে। আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য এই সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতা আমরা করেছিলাম। তবে এখন আমরা মনে করি, সরকার যেভাবে সকলকে দেখছে, ঠিক সেভাবে শিক্ষকদেরও দেখবে’।

তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তীর কথায়, ‘কেন্দ্রীয় সরকারের শিক্ষাক্ষেত্রে গৈরিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে রবিবার ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’র সকল পদাধিকারী ও সদস্য তৃণমূলে যোগ দিচ্ছেন’। প্রতিবাদের সময় বিষপানকারী এক শিক্ষিকা ছবি চাকী দাস এবিষয়ে জানান, ‘মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করায় আমরা খুশি। তাই আমাদের সংগঠন তৃণমূলে যোগ দিচ্ছে’।

সূত্রের খবর, আগামী রবিবার অর্থাৎ ২১ শে নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে তৃণমূলের সভায় এই যোগদান হবে। বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী, বর্ষীয়ান তৃণমূল নেতা শক্তি মণ্ডল সহ বিশিষ্ট জনেরা এদিন উপস্থিত থাকবেন।

Smita Hari

সম্পর্কিত খবর