বোতলে দিচ্ছিল না পেট্রোল! অগত্যা বাইকের ট্যাঙ্ক সাইকেলে বেঁধে পাম্পে পৌঁছল কিশোর, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: রোজ কতকিছুই না ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ছবি, মিম, মজাদার পোস্ট সহ সেই তালিকায় থাকে বিভিন্ন মজাদার সব ভিডিও। মূলত ওই ভাইরাল ভিডিওগুলিতে এমন কিছু দৃশ্য থাকে যা সচরাচর দেখা যায় না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়েই এমন সব ঘটনা ঘটানো হয় যা রীতিমতো অবাক করে দেয় সবাইকে। শুধু তাই নয়, ওই ভিডিওগুলি ঝড়ের গতিতে ভাইরাল হতেও শুরু করে নেটমাধ্যমে।

এমতাবস্থায় এবার আরও একটি ভিডিও সামনে এসেছে। যেখানে এক কিশোরের অদ্ভুত কান্ড পরিলক্ষিত হয়েছে। এমনিতেই বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা দেখতে পাই বাইক কিংবা গাড়ির পরিবর্তে বোতলেই পেট্রোল বা ডিজেল ভরে নিয়ে যান ক্রেতারা। যদিও কোনো কোনো পেট্রোল পাম্পে আবার এই ব্যবস্থা উপলব্ধ থাকে না। পাশাপাশি, সেখানে স্পষ্টভাবে জানিয়েও দেওয়া হয় বিষয়টি। এমতাবস্থায়, পেট্রোল পাম্পে পৌঁছে বোতলে তেল না পেয়ে এক অদ্ভুত কান্ড করে বসল এক কিশোর। মূলত সে, সাইকেলের পেছনেই বাইকের ট্যাঙ্কটিকে বেঁধে পাম্পে উপস্থিত হয়ে পেট্রোল নিয়ে যায়। আর এই ভিডিওটি দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে সকলের।

   

কি দেখা গিয়েছে ভিডিওটিতে? মূলত ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি পেট্রোল পাম্পে জানিয়ে দেওয়া হয়েছে যে, সেখানে বোতলে পেট্রোল দেওয়া হয় না। পাশাপাশি, এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তিও দিয়ে দেওয়া হয়েছে সেখানে। এমতাবস্থায়, এক কিশোর তার সাইকেলের পেছনে বাইকের আস্ত একটি ট্যাঙ্ক বেঁধে নিয়ে এসে পাম্পে উপস্থিত হয়। আর এই ঘটনাতেই অবাক হয়ে যান সকলে। পাশাপাশি, হাসতেও থাকেন সবাই। তারপরে পাম্পের কর্মী ওই ট্যাঙ্কটিতে তেলও ভরে দেন।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিট জেলার পুরানপুর শহরের একটি পেট্রোল পাম্পে। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট পাম্পটির কর্মী সোনু যাদব জানান, “সম্প্রতি এক কিশোর সাইকেলে বাইকের ট্যাঙ্ক বেঁধে তেল সংগ্রহ করতে এসেছিল। তারপর আমার এক বন্ধু ওই ঘটনার একটি ভিডিও তৈরি করে।” এদিকে, এই ভিডিওটিই রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। যেটি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর