টায়ার ছাড়াই ২২ কিমি ছুটল গরু পাচারকারীদের টেম্পো! ফিল্মি কায়দায় আটক করল পুলিশ! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল হরিয়ানার গুরুগ্রাম। জানা গিয়েছে যে, গরু পাচারকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করে গুরুগ্রাম পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। মূলত, আসামীরা টেম্পোতে গরু পাচার করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রায় ফিল্মি কায়দায় দীর্ঘ ২২ কিলোমিটার ধাওয়া করে পাঁচজনকে আটক করে। এমনকি, ওই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ভিডিওতে দেখা গিয়েছে গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ার পরেও অভিযুক্তরা গাড়ি চালিয়ে নিয়ে যায়। তবে পরে পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় তারা। ওই সময় অভিযুক্তরা চলন্ত গাড়ি থেকে গবাদি পশুগুলিকে ফেলে দেয় বলেও জানা গিয়েছে।

   

তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে:
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত গরু পাচারকারীদের কাছ থেকে বেশকিছু দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, গত শনিবার ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সাইবার সিটি এলাকায়। সূত্র অনুযায়ী, দিল্লি সংলগ্ন গুরুগ্রামে প্রবেশের পর গাড়িটিকে প্রথমে থামতে বলা হয়। কিন্তু, চালক তখন গাড়িটি থামাননি। এমতাবস্থায়, ওই গাড়িটির টায়ার পাংচার করে দেয় গো-রক্ষকরা। যদিও, চালক সেই অবস্থাতেও তীব্র গতিতে ছোটাতে থাকেন গাড়িটি।

প্রায় ২২ কিলোমিটারের এই রুদ্ধশ্বাস ধাওয়া চলাকালীন, চোরাকারবারীরা গরু রক্ষাকারীদের মনোযোগ বিভ্রান্ত করার জন্য অনেক জায়গায় গরুগুলিকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। এই প্রসঙ্গে অশোক নামে একজন গো-রক্ষক এনডিটিভিকে বলেছেন যে, “গরু পাচারকারীরা ২২ কিলোমিটার ধাওয়া করার পর ধরা পড়ে। তাদের গাড়ি থেকে অবৈধ পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।” এদিকে, সব গরু বের করে দেওয়ার পর চোরাকারবারিদের হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইতিমধ্যেই গরু পাচারকারীদের গ্রেফতার করেছে গুরুগ্রাম পুলিশ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর