বাংলাহান্ট ডেস্কঃ জিণ্ডের সিভিল হাসপাতালের পিপিসি সেন্টার থেকে করোনা ভ্যাকসিন (corona vaccine) চুরি যাওয়ার ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। আলমারিতে টাকা থাকলেও, সেই টাকায় হাত দেয়নি চোর। উল্টে সমস্ত ভ্যাকসিন নিয়েই পালিয়ে গিয়েছিল। যা নিয়ে চোরাবাজারে বিক্রির সংশয় তৈরি হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের মনে। তবে পরদিনই ভ্যাকসিন সমেত ব্যাগ ফেরত দিয়ে ‘সরি’ লিখে চিঠি দেয় চোর বাবাজি।
বৃহস্পতিবার দুপুরেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পুলিশদের খাবার ডেলিভারি দেওয়ার নাম করে, পুলিশ স্টেশনের সামনের চায়ের দোকানে একটি ব্যাগ রেখে যান। সেই ব্যাগ খুলতেই দেখা যায় তাতে সেই চুরি যাওয়া ভ্যাকসিন রয়েছে। শুধু তাই নয়, সেইসঙ্গে একটি চিঠিও রয়েছে। তাতে লেখা ছিল, ‘সরি, জানতাম না এটা করোনার ওষুধ’। চোরের এই কর্মকান্ড দেখে একদিকে খুশি হলেও, চোরকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ জিণ্ডের সিভিল হাসপাতালের পিপিসি সেন্টারের স্বাস্থ্য বিভাগের কর্মীরা অফিসে গিয়ে দেখেন পিপিসি সেন্টারের তালা ভাঙা রয়েছে। শুধু তাই নয়, স্টোরের তালাও ভাঙা ছিল। এরপর তাঁরা দেখেন ভ্যাকসিন স্টোর করে রাখা ফ্রিজে একটিও ভ্যাকসিন নেই। সেইসঙ্গে চুরি গিয়েছে দুটি ফাইলও। তবে সেখানে রাখা ৫০ হাজার টাকা ছুঁয়েও দেখেনি চোরেরা।
Haryana: 1710 doses of #COVID19 vaccine, including 1270 of Covishield & 440 of Covaxin, stolen from PPC centre at Civil Hospital in Jind, files stolen too. Centre's incharge says, "I'll also check our main store that keeps supply for entire district. I'll also inform officials." pic.twitter.com/QqAZqa23CM
— ANI (@ANI) April 22, 2021
টিকা ইনচার্জ ডাঃ রমেশ পঞ্চাল এবং ডেপুটি সিভিল সার্জন ঘটনার খবর পেয়ে পুলিশকে খবর দেয়। সেখানে পৌঁছায় ডিআইজি ওপি নারওয়াল এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা। বর্তমান সময়ে বাড়তে থাকা সংক্রমণের মধ্যে এই চুরি যাওয়া ভ্যাকসিন চোরা বাজারে বিক্রির সন্দেহ করেছিল কর্তৃপক্ষ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছিল, হাসপাতালের নতুন বিল্ডিং-র গ্রিল ভেঙে দুজনকে সেখানে ঢুকতে দেখা গিয়েছিল। তবে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামেই দায়ের হয়েছিল মামলা।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…