পুজোর আগে আসছে না করোনার তৃতীয় ঢেউ, ঠিক কখন আসবে- জানালো ICMR রিপোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ করোনার তৃতীয় ঢেউ (corona third wave) আসতে এখনও ৬-৮ মাস সময় আছে, পুজোর আগে আসছে না থার্ড ওয়েভ- এমনটাই জানালেন আইসিএমআর-এর কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান Dr NK Arora। তিনি জানিয়েছেন, এবছর আর নতুন করে মাথাচাড়া দেবে না মহামারি করোনা, নতুন বছরের শুরুতেই দাপট দেখাতে পারে এই ভাইরাস।

সরকারি প্যানেলে তিনি জানান, ICMR-র তরফে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, পুজোর আগে আসছে না করোনার তৃতীয় ঢেউ। হাতে এখনও ৬-৮ মাস সময় আছে। আর এই সময়ের মধ্যেই, একটুও সময় নষ্ট না করে মানুষের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা যতোটা সম্ভব বাড়িয়ে তুলতে হবে।

114777842 mediaitem114753049

তিনি বলেন, জাইডাস ক্যাডিলার টিকার পরীক্ষামূলক প্রয়োগ প্রায় শেষ হয়ে এসেছে দেশে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে, জুলাইয়ের শেষ ও আগস্টের শুরু থেকে আরও বেশি সংখ্যক মানুষকে টিকাদান করা যাবে। যার ফলে মানুষের মধ্যে আরও বেশি করে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠবে।

third wave of covid 19 will hit children in a big way virologist dr v ravi

১২ থেকে ১৮ বছরের মধ্যে শিশু ও কিশোরদের টিকাকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক গবেষণায় ICMR-র জানিয়েছে, করোনার তৃতীয় ঢেউ আসতে এখনও বেশকিছুটা দেরী আছে। নতুন বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সম্ভব আসতে পারে থার্ড ওয়েভ। ততদিনে দ্বিতীয় ঢেউ নির্মূল হয়ে যাবে আশা করা যায়। আর মাঝের এই সময়টাতে মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি ১২ থেকে ১৮ বছরের বয়সের শিশু এবং প্রাপ্তবয়স্কদের টিকাকরণের কাজ সম্পন্ন করে ফেলতে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর