বাংলাহান্ট ডেস্ক : ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indu Bala Vater Hotel) ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে মহাবিপদে পড়লেন সুরকার অমিত চট্টোপাধ্যায় (Amit Chatterjee)। এল হুমকি ফোন। এমনকি তাঁর বিরুদ্ধে মিটু অভিযোগ দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সে কথা নিজেই জানিয়েছেন এই সুরকার।
সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে সুরকার লেখেন, ‘কাজ করে যেমন প্রশংসা পাচ্ছি সেরকম পাচ্ছি হুমকিও। একের পর এক অজানা নাম্বার থেকে ফোন আসছে। বাংলা সিনেমায় কাজ করলে পস্তাতে হবে। দেওয়া হচ্ছে এমন হুমকি। এমনকি মিটু অভিযোগ দেওয়া হবে আমার বিরুদ্ধে। সেই হুমকিও দিচ্ছেন অজানা ব্যক্তিরা’।
তাঁর সংযোজন, ‘ফোন করে বলা হচ্ছে, হয় আমার ক্ষতি করা হবে আর নয়তো আমার খুব প্রিয়জনদের ক্ষতি করা হবে। যদিও আমি বুঝতেই পারছি এই কাজ তারাই করছেন যারা আমার কাজ দেখে ভয় পেয়েছে। যা যা ভাল মনে হচ্ছে সে করতে পারে আমার কোন অসুবিধা নেই। আমি কোন কিছুকে ভয় পাই না’।
সোশ্যাল মিডিয়ার এই পোস্টে অতীতের কথা তুলে ধরলেন সুরকার অমিত চক্রবর্তী। লেখেন ,’আমি তখন খুব ছোট্ট যখন বাবাকে হারাই। তারপর থেকে মায়ের সাথে মিলে একের পর এক লড়াই করে চলেছি। মাঝেমধ্যেই না খেয়ে থাকতে হতো আমাদের। সবচেয়ে বেশি মনে পড়ে একটি দুর্ঘটনার কথা। খেলতে গিয়ে পড়ে গেছিলাম। পায়ে ঢুকে গেছিল বাঁশের কঞ্চি। ভুল চিকিৎসার কারণে একটা সময় পা কেটে বাদ দিতে হয়। যদিও ভয় পাইনি আমি। একের পর এক লড়াইয়ের সম্মুখীন করে গেছি। আর এখন আমার ভালো কাজ কেউ সহ্য করতে না পেরেই আমাকে হুমকি দিচ্ছেন’।
তিনি আরও লেখেন, ‘আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। আমার এই কাজের জীবনে আমি দেখেছি কত গায়ক গায়িকাদের কত কিছুই করতে হয় গান পাওয়ার জন্য। মাঝেমধ্যে আমি অনেক কিছুই মেনে নিতে পারতাম না। অনেকেই বলেছিলেন আমি জীবনে ভাল কাজ করতে পারবো না। যদিও তর্কে কখনোই এগোয়িনি আমি। আমি কোন কিছুকেই ভয় পাই না’। তবে হুমকি ফোন দিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সুরকার অমিত চক্রবর্তী সে কথাও স্বীকার করে নেন তিনি।