বাংলাহান্ট ডেস্কঃ টানা বৃষ্টির জেরে জলমগ্ন এলাকা, বৃষ্টি যেন কিছুতেই পেছন ছাড়তে চাইছে না। নিম্নচাপের বৃষ্টির জেরে কলকাতা সহ হাওড়ার বেশকিছু এলাকাও বেশ খানিকটা জলযন্ত্রণার শিকার হয়েছে। এই পরিস্থিতিতে ওই জমা জলে বসেই ধর্না দিলেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী (Goutam Chowdhury)।
হাঁটুজলের মাঝেই প্রতিবাদে বসলেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। তাঁর দাবী, এই জমা জলের কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী, শারীরিক সমস্যা দেখা দিচ্ছে শিশুদের। তাই এই পরিস্থিতিতে যতক্ষণ না পর্যন্ত জল কমানোর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ সেখানেই চেয়ার নিয়ে বসে থাকার পণ করেন তিনি।
বিষয়টা হল, টানা বৃষ্টির জেরে প্রায় ৫০ দিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে হাওড়ার সাত নম্বর ওয়ার্ড। যার ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। শিশুদের নানারকম শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে। কোথাও জমে রয়েছে হাঁটু জল, তো আবার কোথাও গোড়ালি ডোবা জল। এই জলযন্ত্রণায় নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয়রা।
এই কারণে এই জলযন্ত্রণার প্রতিবাদে সরব হয়েছেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। এদিন হাওড়ার পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ওই জমা জলেই একটি চেয়ার নিয়ে বসে তিনি পণ করেন, যতক্ষণ না পর্যন্ত এই এলাকার জলমগ্ন দশার কোনও উন্নতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি ওখানে ওভাবেই বসে থাকবেন।
তাঁর এই ধর্নায় টনক নড়ে স্থানীয় পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর। দুঘন্টার মধ্যেই তিনি জানান, কেএমডিএ’র দুটি পাম্প দিয়ে ওই এলাকার সমস্ত জল সরিয়ে দেওয়া হবে। আর সেই মত কাজও দ্রুতই শুরু করে দেওয়া হয়।