করোনার ধাক্কায় বিশ্বজুড়ে থমকে রয়েছে সমস্ত খেলাধুলা। ব্যতিক্রম নয় ফুটবল। ফিফার তরফে নির্দেশ দেওয়া হয়েছে যতদিন না পর্যন্ত পৃথিবী থেকে করোনা ভাইরাস নির্মূল হচ্ছে ততদিন কোন প্রতিযোগিতামূলক ফুটবল অনুষ্ঠিত হবে না। এমন পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগ। অনির্দিষ্টকালের জন্য অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে কলকাতা ফুটবল লীগ। তবে এখনই হাল ছাড়তে নারাজ আইএফএ। ইতিমধ্যে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি রাজ্যের বিভিন্ন ফুটবল ক্লাব গুলির কর্তাদের চিঠি পাঠিয়ে দিয়েছেন।
এই চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে করোনা পরবর্তী পরিস্থিতিতে কিভাবে কলকাতা লীগ শুরু করা সম্ভব। সেই ব্যাপারে ক্লাবগুলির কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। নার্সারি ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার ডিভিশন ক্লাব প্রত্যেকটা ক্লাবের কাছেই পৌঁছে গিয়েছে এই চিঠি। 17 ই মে এর মধ্যে এই চিঠির উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আসলে আইএফএ চাইছে লকডাউন উঠে গেলে দ্রুত কলকাতা লিগ শুরু করতে। সেই কারণেই ক্লাব গুলিকে তাদের মতামত জানাতে বলা হয়েছে। ক্লাবগুলির মতামত জানার পরে তাদের সাথে বিশেষ বৈঠকে বসবেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, প্রয়োজন পড়লে রাজ্যের ক্রিড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথেও এই ব্যাপারে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।