বাম সরকারের কারণেই DA দিতে হচ্ছে মমতার সরকারকে! কেন? সামনে আসল ‘কারণ’

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্ট পেরিয়ে মামলা ঝুলছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেখানেও জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র (Dearness Allowance) ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে সুপ্রিম কোর্ট রাজ্যকে ৫০ শতাংশ ডিএ মিটিয়ে দিতে বলেছিল। পরে রাজ্য সরকার তরফে যুক্তি শুনে ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয়। তাহলে রাজ্য সরকার কি সত্যিই ডিএ দিতে বাধ্য? বারংবার সেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের কৌশলী। এই বিষয়ে এবার স্পষ্ট জানালেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত। রাজ্য সরকার যে ডিএ প্রদান করতে বাধ্য সেটা বুঝিয়ে তিনি জানান এর কারণ হল বাংলার আগের বামফ্রন্ট সরকার।

সেই সময় বাম জমানা। ২০১৮ সালে সিনিয়র বিচারপতি হিসাবে দেবাশিস কর গুপ্তের ডিভিশন বেঞ্চ ডিএ সংক্রান্ত বিষয়ে রায় দিয়েছিল। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত টিভি নাইনকে দেওয়া সাক্ষাতকারে বলেন, নিয়ম বলে, মাইনে বা ডিএ সংক্রান্ত বিষয়ে পে কমিশন রাজ্য সরকারকে কোনও পরামর্শ দিতে পারে। সেটা গ্রহণ করবে কী না তা নির্ভর করছে রাজ্য সরকারের ওপর।

আরও পড়ুন: রিঙ্কু-পুত্রকে মাদকের টাকা জোগাতো লিভ-ইন পার্টনারই? কোন কোন নেশা চলত? তদন্তে নেমে একাধিক প্রশ্ন

সেই সময়ে মামলার শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণে দেখা যায়, ২০০৯ সালের একটি নোটিফিকেশন ছিল, সেখানে পে কমিশনের পরামর্শ গ্রহণ করেছিল তৎকালীন বাম সরকার। ফলে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারেই ডিএ প্রদান করতে হবে। রাজ্য কোনভাবেই এখন ওই জায়গা থেকে আর সরে আসতে পারবে না।

ভিডিও দেখুন: https://youtu.be/_8aCm1GgEYU?si=28ywRwbolEk3MxS3

বিচারপতির কথায়, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ একটা অন্তবর্তীকালীন নির্দেশ। রাজ্য যদি এই আদেশ অমান্য করে, তাহলে সেটা আদালত অবমাননার সামিল হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের জেল বা জরিমানা হতে পারে। বিচারপতি জানান, সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন নির্দেশ নিয়ে পরবর্তীতে আর কোনও অ্যাপিল করা যায় না। তবে এই মামলাতেই ফের আবেদন জানানো যেতে পারে, তবে তার গ্রহণযোগ্যতা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X