বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের (tmc) একজন দাপুটে নেতা হয়েও, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একের পর এক দেখা গেল বিজেপি (bjp) সমর্থিত পোস্ট! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াতেই, ইতিমধ্যেই ফেসবুক হ্যাকের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা
স্বপন বর্মন। শুধু তাই নয়, সাইবার ক্রাইম থানার দ্বারস্থও হয়েছেন তিনি।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের (Balurghat) দাপুটে তৃণমূল নেতা তথা বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হলেন স্বপন বর্মন। সোমবার দিন আচমকাই দেখা যায়, তাঁর ফেসবুক থেকে একের পর এক বিজেপি সমর্থিত পোস্ট করা হচ্ছে।
এই ঘটনায় জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। এমনকি স্বপন বর্মনের দলবদলের জল্পনাও শুরু হয়ে যায় এই বিষয়কে কেন্দ্র করে। কিন্তু এদিকে এই বিষয়ে সম্পূর্ণভাবেই অজ্ঞাত স্বপন বর্মন বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আর ঘটনার বিষয়ে জানার পর সমস্ত পোস্ট তিনি ডিলিটও করে দিয়েছেন।
তিনি অভিযোগ তুলেছেন, তাঁর সামাজিক অবস্থানকে ছোট করার জন্যই এমনটা করা হয়েছে। পরিকল্পনা করে তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আরও জানা গিয়েছে, গত ২ রা এবং ৪ ঠা জানুয়ারি স্বপন বাবুর প্রোফাইল থেকে অপ্রাসঙ্গিক পোস্ট প্রকাশিত হওয়ার পর এবার বিজেপি সম্পর্কিত পোস্ট প্রকাশিত হওয়ায় জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে একদিকে তদন্ত শুরু হয়েছে এবং অন্যদিকে ফেসবুক হ্যাকের অভিযোগ তুলে সাইবার ক্রাইম থানার দ্বারস্থও হয়েছেন তৃণমূল নেতা স্বপন বর্মন।