মোদী সরকারের বিরুদ্ধে আক্রোশ, প্রতিবাদ জানাতে মাথা ন্যাড়া করে মাঠে বসলেন তৃণমূল বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে লকডাউন(lockdown) চলছে কিন্তু এই লকডাউনের মধ্যে কৃষকদের কথা ভেবে তাদের জন্য কোনও আর্থিক প‍্যাকেজ ঘোষণা না করা হয়নি কেন্দ্র থেকে। উল্টে, রাজ‍্যকে না জানিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে রাজ‍্যেকে অপদস্থ করেছে কেন্দ্র সরকার (Central Government)। এই অভিযোগ সরব হয়ে প্রতিবাদে মাথা নেড়া করে মাঠে বসে অভিনব ভাবে প্রতীকী প্রতিবাদ জানালেন হরিপাল বিধানসভার বিধায়ক ও পশ্চিমবঙ্গ কিসান খেতমজদুর তৃণমূল কংগ্ৰেসের রাজ‍্য সভাপতি বেচারাম মান্না (Becharam Manna)মহাশয়।

lockdown 2

তিনি এই অভিনব ভাবে সিঙ্গুরের কৃষি জমিতে দু’জন কৃষককে ও কৃষির যন্ত্রপাতি সাথে নিয়ে মাথা নেড়া করে এই অভিনব পদ্ধতিতে প্রতীকী প্রতিবাদ জানালেন। তিনি জানিয়েছেন, রাজ‍্য সরকার সাধারণ মানুষ এই দুঃসময়ে পাশে রয়েছেন এবং প্রশাসনকে নিয়ে রাস্তায় নেমে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে, সেখানে প্রধানমন্ত্রী শুধুমাত্র বৈদিক ঋষিদের মতো বুলি আওড়াচ্ছেন। কৃষকদের জন্য কোন ভাবনা চিন্তা নেই ,কৃষকের কথা ভেবে কোনও নতুন প‍্যাকেজ ঘোষণা করেননি। দেশ জুড়ে পরিযায়ী কৃষকদের জন‍্য কোনও প্যাকেজের ঘোষণা নেই। উল্টে রাজ‍্যকে তার প্রাপ‍্য থেকে বঞ্চিত করে চলেছে বারবার, প্রতিনিধি দল পাঠিয়ে রাজ‍্যকে অপমানিত করছে। তাই প্রতিবাদে মাথা নেড়া করে মাঠে বসে প্রতীকী প্রতিবাদ জানালাম।

lockdown kolkata

তবে বিজেপি নেতৃত্ব থেকে বিধায়কের এই প্রতিবাদকে কটাক্ষ করেছে। বিজেপি হুগলি জেলার সাংগঠনিক জেলা সহ সভাপতি পাণ্ডে জানিয়েছেন, রাজ‍্য শাসকদল করোনা নিয়ে তথ‍্য লুকোচ্ছে । একমাত্র সেই কারণে তারা কেন্দ্রীয় প্রতিনিধি দলের কোনও সাহায‍্য করছে না রাজ্যে। মাঠে বসে মানুষকে মিথ্যে বলে অপপ্রচার চালাচ্ছে।


সম্পর্কিত খবর