লোকাল ট্রেনের সজ্জাতেও মহিলাদের জয়জয়কার! রাজ্যেরই একটি রুটে মিলল এই ছবি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: একটা সময় ছিল যখন আমাদের দেশে মহিলাদের স্থান থাকত শুধুমাত্র বাড়ির ভেতরেই। তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা কোনো কাজেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারতেন না। এছাড়াও, শুধুমাত্র তাঁদের জন্যই ছিল একাধিক প্রথার প্রচলনও। এমনকি, এখনও আমাদের দেশের কিছু কিছু প্রত্যন্ত এলাকায় মহিলাদের স্থান থেকে গিয়েছে আগের মতই।

যদিও, বর্তমান সময়ে পাল্টেছে সবকিছুই। সাথে পাল্টাচ্ছে মানসিকতাও। আর সেই কারণেই আজ মহিলারাও এগিয়ে গিয়েছেন পূর্ণ গতিতে। পুরুষদের সাথে পাল্লা দিয়ে নিজেদের যোগ্যতায় তাঁরা পৌঁছে গিয়েছেন প্রতিটি ক্ষেত্রে। পাশাপাশি, বর্তমান সমাজে প্রায় প্রতিটি উঁচু পদেই দক্ষতার সাথে কাজ করছেন তাঁরা। এক কথায়, মহিলারা প্রমাণ করে দেখিয়েছেন যে, সঠিক সুযোগ পেলে তাঁরাও ছুঁতে পারেন আকাশ।

এমতাবস্থায়, মহিলাদের প্রতি কুর্ণিশ জানিয়ে এবার তাঁদের এই জয়গানকে সকলের সামনে তুলে ধরল ভারতীয় রেল। আমরা সবাই জানি যে, ভারতের মত দেশে রেলপথ কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াত করেন এখানে। এই অবস্থায়, ট্রেনের কামরাকেই সুসজ্জিত করা হয়েছে নারীশক্তির জয়গানের মাধ্যমে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই আমাদের রাজ্যেরই একটি রুটের লোকাল ট্রেনের কামরাকে সাজিয়ে দেওয়া হয়েছে এই অপরূপ সাজে। যেখানে প্রতিটি ক্ষেত্রে ফুটে উঠেছে ভারতীয় নারীদের বিশেষ অবদানের কথা। জানা গিয়েছে যে, আপাতত বারুইপুর লোকালের একটি কামরাকেই এভাবে সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, অলিম্পিকে পদক জয়ী মেরি কম থেকে শুরু করে সদ্য প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ছবি জ্বলজ্বল করছে সেখানে।

পাশাপাশি, সেনাবাহিনী এবং যুদ্ধবিমান চালানো ছাড়াও চিকিৎসাজগতে নারীদের অবদানের প্রসঙ্গও উপস্থাপিত হয়েছে চিত্রের মাধ্যমে। আর তার সাথে সাথে জায়গা পেয়েছে ছাত্রীদের প্রসঙ্গও। যারা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে এই সাফল্যের ধ্বজা। এদিকে, ভারতীয় রেলের এই দুর্দান্ত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X